লেখক বেরসিক
(আল্ কুরআন, সুরা যিলযাল অবলম্বনে )
আল্লাহ বড়ই রহিম রহমান ।
ইসরাফিল আঃ শিংগায় ফুঁকিবে যখন,
পৃথিবীর হইবে প্রবল কম্পন।
বের করে দিবে সে তার সব ধন।
মানুষ বলিবে হায়, এর কি হল?
আল্লাহ বলিবে, তোমার বৃত্তান্ত বল ।
জীবিত কালে কে কি করেছিল সে বলিবে ।
ভিন্ন ভিন্ন দলে মানুষ কর্মফল জানিবে ।
অতি ক্ষুদ্র সৎ ও অসৎকর্ম বাদ কিছু নাহি যাবে।
তারই বিনিময়ে বেহেস্ত দোযখ মিলিবে ।
তাই এখনই সকলকে সতর্ক হইতে হবে ।
************** ***********
পৃথিবী ধ্বংসের কাল্পনিক ভিডিও