হে মায়াবিনি আশা,
তোমার কোহেলিকা মহে
আজ ও বেঁচে আছি এ ভবে,
তুমি বন্ধু, তুমি প্রিয়তমা নিঃসন্ধেহে।
তুমি পথ হারার দাও পথের সন্ধান,
তুমি মুমূর্ষুর দাও প্রান।
দুঃখের দিনের তরী তুমি,
তুমি হতাশার যান।
হে প্রানবন্ত আশা,
তোমার কুহুকে চলেছি ভেসে
কঠিন প্রস্তর প্রাপ্তির উদ্দেশ্যে,
পৌঁছাবে কি মরে ?
মনের কিনারে ভেসে থাকা
ক্ষীণ আশার পাশে।
তোমার মহে জগতের কে না ছুটেছে
ছাত্রের অধ্যায়ন,তাঁতীর বয়ন,
কর্মীর কর্ম ,ধার্মীকের ধর্ম
সবই তো তোমার মাঁয়ার বাঁধন ,
হে ছলনাময়ী,
তোমার পরাজয় যেখানে
আমাদের মরন সেখানে।
তবুও হে মায়াবিনী আশা
তোমারে রাখিব স্মরনে।