সময়ের বিবর্তনে কত কিছু মনে পড়ে,
তুমি দুষিলে আমায়,আঘাত দিয়ে আমারে।
আমি বলেছি তোমায়, আমি ভুল করিনি হায়,
কে শোনে কার কথা, কথার বানে আমাকে ভাষায়।
আজ একটু বোঝানোর চেষ্টায় অনেক কথা,
অবশেষে আমার বোঝানোর চেষ্টা সব গেল বৃথা।
আমি বলেছি পরিকল্পনার কথা তুমি বোঝনি,
বলেছি ভাজা মাছটি শেয়ারে খাই তাও বোঝনি।
আমি মানসিক কষ্ট নিয়ে উপস্থিত, পালিয়েছ তুমি,
লজ্জা, ঘৃনায়,ক্ষুধামন্দায় ক্লান্ত,তবু্ও উপস্থিত আমি।
অবশেষে যখন আমি খুব ক্লান্ত, অসুস্থ মৃত প্রায়,
বুঝেছিলেন অই বুড়ো বাপ, আর কেউ ত নয়।
সে যাত্রায় মোর বেচে গেল প্রাণ অল্পের জন্য,
দোয়া রইল বাপের রুহে, আমার জীবন ধন্য।