অবাধ্যতার প‌রিনাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অবাধ্যতার প‌রিনাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

২৬ অক্টো, ২০২০

অবাধ্যতার প‌রিনাম~ ক‌বিতা (সুরা ইয়াসিন ২-৩১)

‌লেখক ~ বের‌সিক
 (আল কুরআন,সুরা ইয়া‌ছিন~ ২ হ‌তে ৩১ অবলম্ব‌নে)

পরম দাতা দয়ালু আল্লাহর না‌মে ।
জ্ঞানগর্ভ কুরআ‌নের কসম ক‌রে ,ব‌লেন র‌বে
 রাসুল তোমায় কিতাব দিলাম
 অসাবধানী‌দের বোঝা‌তে হ‌বে ।
ভুল প‌থে দৃঢ় হ‌লে ,আল্লাহ তা‌তে সহজ ক‌রে,
‌বিশ্বাসীরাই উপ‌দেশ মা‌নে ,সত্যের প‌থে জীবন গ‌ড়ে।
জীবন মৃত্যু হুকুম আল্লাহর,কর্ম লি‌পি থাক‌বে সবার
‌বিশ্বাসী‌দের কর‌বে ক্ষমা,‌দি‌বেন তা‌দের পুরস্কার।
একদা এক বস্ত‌ি‌তে দি‌লেন দু'জন রাসুল পা‌ঠি‌য়ে,
তৃতীয় জন পা‌ঠি‌য়ে তা‌দের শ‌ক্তি দি‌লেন বা‌ড়ি‌য়ে।
মানল না তো বস্তিবাসী রাসুল‌দের ঐ সত্য বাণী,
হা‌বিব নাজ্জার এ‌সে বলল,‌তোমরা মান,আ‌মিও মা‌নি ।
‌যে আল্লাহ জীবন দি‌লেন,তারই কা‌ছে যে‌তে হ‌বে,
রাসুলরা  তো চায়না কিছু,হ‌বে না‌কো কিছু দি‌তে।
অন্য কাউকে মাবুদ মানলে,পাব না তো বিপদেতে 
এমন করলে পড়ব মোরা মহা বিভ্রান্তিতে ।
পাথর মেরে তারা তাকে হত্যা করলো যখন,
আল্লাহ তাকে বেহেস্তে তে পাঠিয়ে দিলেন তখন। 
তার পর এক ভীষন শব্দে ধ্বংস হলো বস্তিবাসী,
আল্লাহ তাদের জীবন নিলেন তারা ছিল মহা পাপী।
যখনই রাসুল এসেছে ভবে,ঠাট্টা-বিদ্রুপ করেছে তবে। 
আল্লাহ ও সব প্রজন্মকে ধ্বংস করে দিয়েছেন সবে। 

Feartured Post

অগ্রনী ব্যাংক লিমিটেড, কুরমিটোলা শাখা।

  আর্মি পেনশনের পুরাতন ডকুমেন্টস তল্লাশী এপ্রিল ২৫, ২০১৫

জনপ্রিয় পোস্ট