(আল কোরআন সূরা তাহা 107 থেকে 112)
লেখক - Admin
ওরা প্রশ্ন করে পর্বতেরে আল্লাহ করবেন কি?
উড়াইয়া দিবেন রবে বানাইয়া ধুলি ।
জমিন হবে সমভূমি ,অসমতল থাকবে না কিছু,
বাহানা চলবে না,ধরবে সবাই আহ্বায়কের পিছু ।
সেদিন সবাই হাজির হবে মহান সম্রাটের সামনে।
সুপারিশকারী পাবে না ,আমাদের রাসুল (সা) বিনে।
সামনে-পিছে যা আছে সবই আছে আল্লাহর জ্ঞানে ,
জুলুম বাজ ব্যর্থ হবে চিরস্থায়ী রবের সামনে ।
মুমিনের , অবিচার-অধিকার বঞ্চিতের নাই ভয় ।
আল্লাহর সামনে হবে সেদিন তাদের জয়।