লেখক ~ বেরসিক
(আল্ কুরআন,সুরা আল কাহফ ২৭~৩২ অবলম্বনে)
~~~~
পরম দাতা দয়ালু আল্লাহর নামে।
শুরু করিলাম কবিতার চরণে।
আল্লাহর আদিষ্ট বিষয়ে মনোযোগে পড়ো।
তার বাণী বদলানোর ক্ষমতা নাই কারো।
একমাত্র তাঁরই আশ্রয়ের আশা করতে পারো।
যারা সকাল-সন্ধ্যায় ডাকে রবের সন্তুষ্টির তরে,
পার্থিব শোভা কামনার্থীদের অনুসরণ করিও না, আল্লাহকে ছেড়ে।
যার ইচ্ছা আদিষ্ট বিষয় মান্য করে।
জালেমদের দোযখের আগুন রাখিবে ঘিরে।
গলিত ধাতুর ন্যায় পানি দেওয়া হবে তারে।
এ পানি মুখমন্ডল দিবে বিদগ্ধ করে।
যারা ঈমান এনেছে কাজ করেছে ভালো।
তারা মনের আনন্দে পাবে বেহেশতের আলো।
যাতে থাকিবে নদনদী,স্বর্ণের কঙ্কণ,মিহি সুতার বসন ,
থাকিবে না কোনো কালিমার কালো ও শয়তান।