তিরস্কার পুরস্কার -কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
তিরস্কার পুরস্কার -কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

৩ নভে, ২০২০

তিরস্কার পুরস্কার -কবিতা

 ‌লেখক- বের‌সিক
(আল্ কুরআন, সুরা মারইয়াম ৬৫- ৯২ অবলম্ব‌নে)


বিসমিল্লাহির রাহমানির রাহিম ,প্রার্থনা রবের কাছে ,
আকাশ পৃথিবীর রব, তোমার মত জ্ঞানী কি আর আছে ?
মানুষ বলে ,মৃত্যুর পরে আবার কি জীবিত হব ?
যখন কিছুই ছিলে না , সৃজিয়াছেন তিনি একথা একটু  ভাবো ।
শয়তান সহ সকলেরই জড়ো, ক‌রবে দোযখের  পাশে হায়,
যারা আল্লাহর অবাধ্য ,দোযখের যোগ্য দাখিল করবে তায় ।
ঈমানদারগণে মুক্তি দিবে বুঝাবে কোন দল উত্তম মর্যাদায় ।
তাদের আগেও সম্পদশালীদের বিনাশ করেছে শাস্তির থাবায় ।
যারা গোমরাহীতে লিপ্ত, প্রচুর অবকাশ দি্বে কিয়ামত অবধি ,
ওদের জানাবে কে মর্যাদায় কদর্য, আর কে সেনায়  দুর্বল হে নবী ।"
যারা সৎপথে চলে আল্লাহ তাদের দেন উত্তম ফল ,
বৃথা নাহি যায় তাদের শ্রম, নাহি হয় নিষ্ফল ।
যে আল্লাহর আয়াত অস্বীকার করে এবং দিতে চাহে মাল আওলাদ ,
শাস্তি বাড়িবে না মিথ্যা আশ্বাসে, কাজে আসিবে না তাদের ইবাদত ।
যে দেয় আল্লাহকে সন্তান গ্রহণের মিথ্যা অপবাদ ,
মিথ্যা বলার কারনে ওদের দিয়ে দোযখ করিবে আবাদ ।

Feartured Post

কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করে।

  কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করে।

জনপ্রিয় পোস্ট