ভূকম্পন -কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ভূকম্পন -কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

৩১ অক্টো, ২০২০

ভূকম্পন~ক‌বিতা

‌লেখক  বের‌সিক
(আল্ কুরআন, সুরা যিলযাল অবলম্ব‌নে )

আল্লাহ বড়ই রহিম রহমান  ।
 ইসরাফিল আঃ শিংগায় ফুঁ‌কিব‌ে যখন,
পৃথিবীর হই‌ব‌ে প্রবল কম্প‌ন। 
বের করে দিবে সে তার সব ধন।

 মানুষ বলিবে হায়, এর কি হল? 
আল্লাহ বলিবে,  তোমার বৃত্তান্ত বল ।
 জী‌বিত কা‌লে কে কি করেছিল সে ব‌লি‌বে ।
ভিন্ন ভিন্ন দলে মানুষ  কর্মফল জানিবে ।

অ‌তি ক্ষুদ্র  সৎ ও অসৎকর্ম বাদ কিছু ন‌া‌হি যা‌বে।
তারই বি‌নিম‌য়ে বে‌হেস্ত দোযখ মি‌লি‌বে ।
তাই  এখনই সকলকে সতর্ক হই‌তে হ‌বে ।
**************     ***********
পৃথিবী ধ্বং‌সের কাল্প‌নিক ভি‌ডিও

 
 

জনপ্রিয় পোস্ট