(আল কুরআন, সুরা ১৮-আল কাহফ ৩১-৪৪ অবলম্বনে)
বিসমিল্লাহির রহমানির রহিম।
-------
আল্লাহ বলেন,খেজুর গাছে ঘেরা দু'টি আংগুর বাগান
পানির নহর দিয়ে তাতে করেছি ফল উৎপাদন।
গরিব বাগান মালিকেরে অহংকারে বলে,
ধনে-জনে শক্তিশালী আমি,তোমাকে পিছনে ফেলে।
আমার এ বাগান কখনো না ধংস হবে,
আমি মনে করি না কখনো কিয়ামত সংঘটিবে।
তার সাথী তাকে বলে,যে আল্লাহ সৃজিয়াছেন তোমায়,
মাটি,শুক্রানু হতে মানুষরুপে তাকে ভুলে গেলে হায়।
তিনিই আল্লাহ, আমার রব আমি ভুলি নাই তাকে,
শরীক করি না তার সাথে কোন কিছুকে।
"মাশা আল্লাহ" বললে না যে, বাগানে প্রবেশ কালে,
যে কারনে বাগানের ফলকে বিপর্যয়ে ঘিরে ফেলে,
অহংকারী বলল হায়, হল সর্বনাশ আমার,
বুঝেছি সব কর্তৃত্ব সব কিছু সত্যবাদী আল্লাহর।