সুখের লাগিয়া হয়রান তুমি,
কোথায় পাবে সুখ?
আত্ন -তৃপ্তি অনুভবে
দেখবে সুখের মুখ।
অসীমের মাঝে তারে
খুঁজো নাকো প্রান পণে।
তার খোঁজে যেথা যাবে,
শুধু ছায়া দেখতে পাবে আপন মনে।
অট্টালিকায় থাকে যে জন,
মনে করো না, সুখি সে জন,
অধিক পাওয়ার আশায় হয়তো
অস্থির তার মন।
কুঁড়ে ঘরে থেকেও যদি
সুখ পেতে চাও,
যা চেয়েছ,আর যা পেয়েছ
তাতেই তৃপ্ত হও।