হে মহান স্বাধীনতা, তুমি বহু যুগের সাধনা,
শত মা-বোনের অশ্রুসিক্ত, বাষ্পাপ্লুত হ্রদয়ের বাসনা।
শত শহিদের রক্তে রাঙ্গিয়ে, উড়ায়ে রঙ্গিন পতাকা,
মুক্ত করেছ পরাধীনতা, হে মহান স্বাধীনতা।
তোমার শুভাগমনে, জাগিল মনে নতুন উদ্দীপনা ।
শত সহস্র প্রতিজ্ঞা মনে, অম্লান রাখিব তোমারে
হে মহান স্বাধীনতা।