৩১ বছর চাকুরি জীবনে এমন অফিস বস পাইনি। একবার এক বস পেয়েছিলাম তিনি অফিসের চায়ের ক্যান্টিন বন্ধ করেছিলেন ।পানি কেনা বন্ধ করে বিমান বাহিনীর অফিস থেকে এনে পান করতে বললেন ।তাও আবার তিনি থাকাকালীন পানি আনতে যাওয়া যাবে না ।ঝণ বিতরনে নিরুৎসাহি ছিলেন ।
এবার যে বস পেলাম তিনি অফিসে চা খাওয়া বন্ধ করে দিলেন । কোভিড ১৯ নিরোধক হ্যান্ড স্যানিটাইজর, ব্লিচিং পাওডার ,জ্বর মাপা সব বন্ধ । ইতিমধ্যে দু'জন আক্রান্ত । পানি ও বন্ধ করার হুমকি দিয়েছেন ।বিভিন্ন খরচ কমিয়ে এনেছেন ।অফিসের চা বন্ধ করলেও ডিএমডি স্যার কে ঠিকই জামা-কাপড় উপহার হিসেবে দিলেন ।এই দু'জন বসই মহিলা ।দীর্ঘ চাকুরি জীবনে অনেক বসের সাথে চা্কুরি করেছি ।পুরুষ এবং মহিলা বসের মধ্যে বিশাল পার্থক্য, চাকুরি না করলে বুঝতে পারতাম না ।এ জন্যই সম্ভবত পুরোপুরি নারী নেতৃত্ব সুফল বয়ে আনে না ।আর এ কারণেই নারী নেতৃত্ব ইসলামে খুব একটা বেশি উৎসাহিত নয়।তবে পরামর্শ দিতে কোন বাধা নেই ।
অফিস ছুটির পর প্রতিদিন উনাকে দর্শন দিয়ে গেলে তিনি গর্ববোধ করেন । সেকশনের স্যার কে তিনি বিশ্বাস করেন না ।