বেরসিকের অবসর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বেরসিকের অবসর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১৮ মে, ২০২২

বেরসিকের অবসর - কবিতা

 কথায় আছে-  ,শেষ ভালো যার সব ভালো তার  ।

 পেয়েছি যোগ্য উপ-মহাব্যবস্থাপক বিদায় বেলার ।

অফিসের কাজ, কম্পিউটার শেখা,

ধর্মে প্রেরণা দিয়েছে যারা, 

 রেজাউর, আক্তার, হাবীব, নজরুল  স্যার 

আরও অনেক সহকর্মীরা।


আমি আছি আজ সংগে তাদের

আগামী কাল  আর থাকব না,

তারা যে আমার কত কাছের ,

বলে তা শেষ করতে পারব না।  


অবসর   শেষে গেছে,  একাকিত্ত এসে,

আর নাই কর্মে ,লেগে পড়ি ধর্মে ।

আল্লাহ্‌র কাছে ক্ষমা চাই,এসে জীবন-নদীর পাড়ে,

ঈমানের সাথে যেন যেতে পারি এ দুনিয়া ছেড়ে। 


শ্রদ্ধেয় স্যার, সহকর্মী ভাই-বোন  যারা,

জীবন ত মোদের  কেবলই ভুলে ভরা।

শেষ করছি দোয়া চেয়ে সবার তরে, 

দিবেন সবাই একে অপরে ক্ষমা করে।




Feartured Post

নপুংসক যুবরাজ (সউদি)

 লেখক  মো: মিজানুর রহমান সরকার 

জনপ্রিয় পোস্ট