‌বের‌সিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
‌বের‌সিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

২৮ জানু, ২০২২

২৫ অক্টো, ২০২০

আমার ক‌ভিড১৯ আক্রান্ত কালীন সময়

বউ মার উপ‌দেশ :
    আমার আগে থেকে ধুলাবালি, ঠান্ডা এলার্জি মানে খুসখুসে কাশি, কফ এগুলো থাকার কারণে প্রথমদিকে কিছু বুঝতে পারিনি। স্ত্রীর জ্বর মাথা ব্যাথা। শাশুড়ির জ্বর মাথাব্যথা ,শ্যালিকার শরীর ভালো নেই আরও কিছু দিন আ‌গে থে‌কে। যখন আমার জ্বর মাথা ব্যাথা শুরু হল তখন সন্দেহ হল। প্যারাসিটামল খেয়ে জ্বর সাময়িক কমতে থাকল। কিন্তু শরীর সবার  দুর্বল হতে লাগলো। খেতে থাকলাম মসলা দেওয়া গরম পানি, লেবু, চা। ‌দি‌নে ৪/৫ বার ।
বৌমা ঔষধের তালিকা পাঠিয়েছে সে অনুযায়ী জ্ব‌রে প্যারাসিটামল পাতলা পায়খানায় স্যালাইন। শেষের দুর্বলতায় মাল্টিভিটামিন। 
বাড়ি থেকে বের হওয়া বন্ধ 14 দিন কভিড ১৯ টেস্ট এ পজিটিভ আসার পর হাসপাতাল থেকে জানালেন। মাস্ক পড়া ছিল বাধ্যতামুলক ।
সময় কাটানো খুবই কষ্টকর। 23 দিন পর দ্বিতীয় দফায় কভিড টেস্ট করালাম। এবারে রেজাল্ট নেগেটিভ আসলো। শরীর খুব দুর্বল। 35 দিন পর অফিসে যোগদান করলাম। এ সময়টা গ্রামের বাড়িতে সময় কাটিয়েছি। চেষ্টা করেছি সাথে থাকা ছোট ছেলেটা যেন আক্রান্ত না হয়। আলহামদুলিল্লাহ ছোট ছেলেটা ভালোই ছিল এবং ভালো আছে। 

২৪ অক্টো, ২০২০

দোয‌খের পানীয়~ ক‌বিতা

‌লেখক ~ বের‌সিক
(আল্ কুরআন,সুরা আল কাহফ ২৭~৩২ অবলম্ব‌নে)
 
 
~~~~
পরম দাতা দয়ালু আল্লাহর নামে। 
শুরু করিলাম কবিতার চরণে।
আল্লাহর আদিষ্ট বিষয়ে মনোযোগে পড়ো। 
তার বাণী বদলানোর ক্ষমতা নাই কারো। 
একমাত্র তাঁরই আশ্রয়ের আশা করতে পারো। 
যারা সকাল-সন্ধ্যায় ডাকে রবের সন্তুষ্টির তরে,
পার্থিব শে‌াভা কামনার্থীদের অনুসরণ করিও না, আল্লাহকে ছে‌ড়ে। 
যার ইচ্ছা আদিষ্ট বিষয় মান্য করে। 
জালেমদের দোযখের  আগুন রাখিবে ঘিরে। 
 গলিত ধাতুর ন্যায় পা‌নি  দেওয়া হবে তারে। 
এ পানি মুখমন্ডল দিবে বিদগ্ধ করে। 
যারা ঈমান এনেছে কাজ করেছে ভালো। 
তারা মনের আনন্দে  পাবে বেহেশতের আলো। 

যাতে থাকিবে নদনদী,স্বর্ণের কঙ্কণ,মিহি সুতার বসন ,

থাকিবে না কোনো কালিমার কালো ও শয়তান 


 

Feartured Post

Astagfirullah

  Astagfirullah

জনপ্রিয় পোস্ট