তার সিদ্ধান্ত পরিবর্তন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
তার সিদ্ধান্ত পরিবর্তন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১২ সেপ, ২০২২

বেরসিকের টুকরো খবর ঃ তার সিদ্ধান্ত পরিবর্তন

  আগের পরবে সে বলেছিল, বাসা থেকে পালাবে।কিন্তু হঠাৎ একদিন দেখল স্ত্রী ইউটিউবে ওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে আছে। হুজুর বলছেন, একজন সুনাম অর্জনকারী আলেমের কাছে তার এক ভক্ত বলছে কেবল ধৈয্য ধরার কথা বলেন, আর ত পারছি না।স্ত্রীর বকাবকি আর কত সইব। হুজুর বলেন, একটা চেষ্টা করেন সংসার ঠিক রাখা যায় কিনা।

প্রতি দিন বাসায় ঢুকার আগে দরজায় দাঁড়িয়ে চিন্তা করবেন বাসায় একটা কুকুর আছে ওতো ঘেউঘেউ করবে। মনে মনে ভাববেন কুকুরের সভাব আর মনে মনে হাসবেন।

ঠিক তা-ই আজ আর কোন উত্তর না দিয়ে হাসছেন। স্ত্রী ভাবল ব্যাপার কি? আজ কিছু বলছে না কেন আবার খালি হাসছ। স্ত্রী ধরলো কি হলো কিছু বলছ না যে? এবার লোকটা হুজুরের উপদেশের কথা শুনিয়ে দিল।এরপর স্ত্রী ও আর বেশি বলতেন না।

   উপদেশ টি পুরুষ এর বেলায় যেমন দরকারি,  স্ত্রী লোকের বেলায় ও তেমনই দরকারী। 

Feartured Post

Dhikr for Relief of Distress

  মানুষের অবস্থা সব সময় অনুকূলে যায় না। কখনো ভালো যায়, কখনো খারাপ সময় ধেয়ে আসে। তাই যেকোনো বিপদে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা চাই। তাহ...

জনপ্রিয় পোস্ট