লেখক~ বেরসিক
(সুরা ফাতিহার অনুবাদ অবলম্বনে)শয়তান হতে তোমার কাছে আশ্রয় চাই আমি,
হে দয়াময় রহমান রহিম তুমি ।।
হে রব সব প্রসংশা তোমারই করি আমি ,
তুমি পরম দয়াময় ,অতি দয়ালু জানি
বিচার দিনের মালিক মানি ।
তোমারই ইবাদত করি,
সাহায্য চাই তোমারই ।
চালাও সে সরল পথে আমারে,
তাদের পথে, পুরস্কৃত করেছ যাদেরে।
তাদের পথে নিও না মোরে,
অভিশপ্ত আর পথভ্রষ্ট হয়ে,
যারা পথে পথে ঘোরে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন