১২ সেপ, ২০২২

বেরসিকের টুকরো খবর ঃ তার সিদ্ধান্ত পরিবর্তন

  আগের পরবে সে বলেছিল, বাসা থেকে পালাবে।কিন্তু হঠাৎ একদিন দেখল স্ত্রী ইউটিউবে ওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে আছে। হুজুর বলছেন, একজন সুনাম অর্জনকারী আলেমের কাছে তার এক ভক্ত বলছে কেবল ধৈয্য ধরার কথা বলেন, আর ত পারছি না।স্ত্রীর বকাবকি আর কত সইব। হুজুর বলেন, একটা চেষ্টা করেন সংসার ঠিক রাখা যায় কিনা।

প্রতি দিন বাসায় ঢুকার আগে দরজায় দাঁড়িয়ে চিন্তা করবেন বাসায় একটা কুকুর আছে ওতো ঘেউঘেউ করবে। মনে মনে ভাববেন কুকুরের সভাব, আর মনে মনে হাসবেন।

ঠিক তা-ই আজ আর কোন উত্তর না দিয়ে হাসছেন। স্ত্রী ভাবল ব্যাপার কি? আজ কিছু বলছে না কেন আবার খালি হাসছ। স্ত্রী ধরলো কি হলো কিছু বলছ না যে? এবার লোকটা হুজুরের উপদেশের কথা শুনিয়ে দিল।এরপর স্ত্রী ও আর বেশি বলতেন না।

   উপদেশ টি পুরুষ এর বেলায় যেমন দরকারি,  স্ত্রী লোকের বেলায় ও তেমনই দরকারী। 

৬ সেপ, ২০২২

বেরসিকের টুকরো খবর ঃ তার এখন অবসর উত্তর ছুটি চলছে। ধাপ-১

 ৬/০৬/২০২২ হতে সময় যেন আর কাটছে না। স্ত্রী সব সময় ভুল (ভুল বলতে তার ইচ্ছার বিরুদ্ধে বা অপছন্দ  কোন কাজ) খোঁজে এবং কড়াকড়ি ভাবে কথা বলে। এটা তার দোষ নয়। বংশের স্টাইল। এরা সহজ ভাবে কথা বলতে পারে না।তাই ভুল ধরে তার কড়া জবাব দেয়। আমার এ বয়সে তা সইছে না।তাই মাঝেমধ্যে ভাবি এক সাথে শেষ পরিনতি পরযন্ত থাকতে পারব কি? 

 মনের অবস্থা ভালো নেই। এখন ই পালাতে চাইছে মন।অবশ্য স্ত্রী অনেক বার বলেছে আমি আর তোমার সাথে থাকব না। সম্ভবত শতবার এ কথা বলেছে। আর এখন আমার ই মন এ কথা বলছে। 

চলবে--



৯ আগ, ২০২২

বেরসিকের টুকরো খবর ০৯/০৮/২০২২

 বেরসিকের স্ত্রীর আপত্তি। 

পুরুস্কারের অর্থ আগে শাশুড়ীকে কেন? দামী ব্যাগ স্ত্রীকে কেন ? মা'কে অগ্রাধিকার দিতে হবে।
বাজার করার পর মায়ের হাতে দেওয়া উচিত যা সবাইকে বন্টন করবেন।

১৮ মে, ২০২২

বেরসিকের অবসর - কবিতা

 কথায় আছে-  ,শেষ ভালো যার সব ভালো তার  ।

 পেয়েছি যোগ্য উপ-মহাব্যবস্থাপক বিদায় বেলার ।

অফিসের কাজ, কম্পিউটার শেখা,

ধর্মে প্রেরণা দিয়েছে যারা, 

 রেজাউর, আক্তার, হাবীব, নজরুল  স্যার 

আরও অনেক সহকর্মীরা।


আমি আছি আজ সংগে তাদের

আগামী কাল  আর থাকব না,

তারা যে আমার কত কাছের ,

বলে তা শেষ করতে পারব না।  


অবসর   শেষে গেছে,  একাকিত্ত এসে,

আর নাই কর্মে ,লেগে পড়ি ধর্মে ।

আল্লাহ্‌র কাছে ক্ষমা চাই,এসে জীবন-নদীর পাড়ে,

ঈমানের সাথে যেন যেতে পারি এ দুনিয়া ছেড়ে। 


শ্রদ্ধেয় স্যার, সহকর্মী ভাই-বোন  যারা,

জীবন ত মোদের  কেবলই ভুলে ভরা।

শেষ করছি দোয়া চেয়ে সবার তরে, 

দিবেন সবাই একে অপরে ক্ষমা করে।




১৪ মে, ২০২২

ছুটি নগদায়নের আবেদন

  উপ-মহাব্যবস্থাপক

অগ্রনী ব্যাংক লিমিটেড

এইচ আর প্লানিং, ডিপ্লয়মেন্ট এন্ড অপারেশনস ডিভিশন,

প্রধান কারযালয়, ঢাকা।

মাধ্যমঃ যথাযথ কর্তৃপক্ষ। 

 বিষয় ঃ অবসর উত্তর ছুটি নগদায়নের আবেদন। 

মহোদয় ,

বিনীত নিবেদন এই যে, প্রধান কারযালয়ের পত্র নং এইচ আর পিডি ওডি/ওসি এস-২/৫৫১/২২ তারিখ ২৬/০৪/২০২২ অনুযায়ী আমি,  মোঃ জালাল উদ্দিন, পিতা- হাফিজুর রহমান, সিনিয়র অফিসার, পিএফ নং ০১৭৬৯৩৬, পারসোনাল নং ১৫৪৩৯০, এস এস নং ১১০৩৯,সঞ্চয়ী হিসাব নং ০২০০।  আমার বয়স ০৫/০৬/২০২২ তারিখে ৫৯ বছর হওয়ায় ০৬/০৬/২০২২ তারিখ হতে অবসর  উত্তর ছুটি শুরু হওয়ায় আমার পাওনা ১৬ মাস ছুটি নগদায়ন করিতে ইচ্ছুক।

অতএব, আমাকে উক্ত অবসর উত্তর পাওনা ছুটি নগদায়নের ব্যবস্থা করার অনুরোধ করছি। 

আমি এই মরমে অংগীকার করছি যে, যদি ভুল ক্রমে অতিরিক্ত অর্থ উত্তোলন করি তা ফেরত দিতে বাধ্য থাকিব।এ ব্যাপারে আমার বা আমার উত্তরাধিকারীর  কোন আপত্তি কারযকর হবেনা।


ফোন নং- 

তারিখঃ ১২/০৫/২০২২

  আপনার বিশ্বস্ত


মোঃ জালাল উদ্দিন 


Feartured Post

কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করে।

  কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করে।

জনপ্রিয় পোস্ট