৬/০৬/২০২২ হতে সময় যেন আর কাটছে না। স্ত্রী সব সময় ভুল (ভুল বলতে তার ইচ্ছার বিরুদ্ধে বা অপছন্দ কোন কাজ) খোঁজে এবং কড়াকড়ি ভাবে কথা বলে। এটা তার দোষ নয়। বংশের স্টাইল। এরা সহজ ভাবে কথা বলতে পারে না।তাই ভুল ধরে তার কড়া জবাব দেয়। আমার এ বয়সে তা সইছে না।তাই মাঝেমধ্যে ভাবি এক সাথে শেষ পরিনতি পরযন্ত থাকতে পারব কি?
মনের অবস্থা ভালো নেই। এখন ই পালাতে চাইছে মন।অবশ্য স্ত্রী অনেক বার বলেছে আমি আর তোমার সাথে থাকব না। সম্ভবত শতবার এ কথা বলেছে। আর এখন আমার ই মন এ কথা বলছে।
চলবে--
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন