উপ-মহাব্যবস্থাপক
অগ্রনী ব্যাংক লিমিটেড
এইচ আর প্লানিং, ডিপ্লয়মেন্ট এন্ড অপারেশনস ডিভিশন,
প্রধান কারযালয়, ঢাকা।
মাধ্যমঃ যথাযথ কর্তৃপক্ষ।
বিষয় ঃ অবসর উত্তর ছুটি নগদায়নের আবেদন।
মহোদয় ,
বিনীত নিবেদন এই যে, প্রধান কারযালয়ের পত্র নং এইচ আর পিডি ওডি/ওসি এস-২/৫৫১/২২ তারিখ ২৬/০৪/২০২২ অনুযায়ী আমি, মোঃ জালাল উদ্দিন, পিতা- হাফিজুর রহমান, সিনিয়র অফিসার, পিএফ নং ০১৭৬৯৩৬, পারসোনাল নং ১৫৪৩৯০, এস এস নং ১১০৩৯,সঞ্চয়ী হিসাব নং ০২০০। আমার বয়স ০৫/০৬/২০২২ তারিখে ৫৯ বছর হওয়ায় ০৬/০৬/২০২২ তারিখ হতে অবসর উত্তর ছুটি শুরু হওয়ায় আমার পাওনা ১৬ মাস ছুটি নগদায়ন করিতে ইচ্ছুক।
অতএব, আমাকে উক্ত অবসর উত্তর পাওনা ছুটি নগদায়নের ব্যবস্থা করার অনুরোধ করছি।
আমি এই মরমে অংগীকার করছি যে, যদি ভুল ক্রমে অতিরিক্ত অর্থ উত্তোলন করি তা ফেরত দিতে বাধ্য থাকিব।এ ব্যাপারে আমার বা আমার উত্তরাধিকারীর কোন আপত্তি কারযকর হবেনা।
ফোন নং-
তারিখঃ ১২/০৫/২০২২
আপনার বিশ্বস্ত
মোঃ জালাল উদ্দিন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন