৯ আগ, ২০২২

বেরসিকের টুকরো খবর ০৯/০৮/২০২২

 বেরসিকের স্ত্রীর আপত্তি। 

পুরুস্কারের অর্থ আগে শাশুড়ীকে কেন? দামী ব্যাগ স্ত্রীকে কেন ? মা'কে অগ্রাধিকার দিতে হবে।
বাজার করার পর মায়ের হাতে দেওয়া উচিত যা সবাইকে বন্টন করবেন।

১৮ মে, ২০২২

বেরসিকের অবসর - কবিতা

 কথায় আছে-  ,শেষ ভালো যার সব ভালো তার  ।

 পেয়েছি যোগ্য উপ-মহাব্যবস্থাপক বিদায় বেলার ।

অফিসের কাজ, কম্পিউটার শেখা,

ধর্মে প্রেরণা দিয়েছে যারা, 

 রেজাউর, আক্তার, হাবীব, নজরুল  স্যার 

আরও অনেক সহকর্মীরা।


আমি আছি আজ সংগে তাদের

আগামী কাল  আর থাকব না,

তারা যে আমার কত কাছের ,

বলে তা শেষ করতে পারব না।  


অবসর   শেষে গেছে,  একাকিত্ত এসে,

আর নাই কর্মে ,লেগে পড়ি ধর্মে ।

আল্লাহ্‌র কাছে ক্ষমা চাই,এসে জীবন-নদীর পাড়ে,

ঈমানের সাথে যেন যেতে পারি এ দুনিয়া ছেড়ে। 


শ্রদ্ধেয় স্যার, সহকর্মী ভাই-বোন  যারা,

জীবন ত মোদের  কেবলই ভুলে ভরা।

শেষ করছি দোয়া চেয়ে সবার তরে, 

দিবেন সবাই একে অপরে ক্ষমা করে।




১৪ মে, ২০২২

ছুটি নগদায়নের আবেদন

  উপ-মহাব্যবস্থাপক

অগ্রনী ব্যাংক লিমিটেড

এইচ আর প্লানিং, ডিপ্লয়মেন্ট এন্ড অপারেশনস ডিভিশন,

প্রধান কারযালয়, ঢাকা।

মাধ্যমঃ যথাযথ কর্তৃপক্ষ। 

 বিষয় ঃ অবসর উত্তর ছুটি নগদায়নের আবেদন। 

মহোদয় ,

বিনীত নিবেদন এই যে, প্রধান কারযালয়ের পত্র নং এইচ আর পিডি ওডি/ওসি এস-২/৫৫১/২২ তারিখ ২৬/০৪/২০২২ অনুযায়ী আমি,  মোঃ জালাল উদ্দিন, পিতা- হাফিজুর রহমান, সিনিয়র অফিসার, পিএফ নং ০১৭৬৯৩৬, পারসোনাল নং ১৫৪৩৯০, এস এস নং ১১০৩৯,সঞ্চয়ী হিসাব নং ০২০০।  আমার বয়স ০৫/০৬/২০২২ তারিখে ৫৯ বছর হওয়ায় ০৬/০৬/২০২২ তারিখ হতে অবসর  উত্তর ছুটি শুরু হওয়ায় আমার পাওনা ১৬ মাস ছুটি নগদায়ন করিতে ইচ্ছুক।

অতএব, আমাকে উক্ত অবসর উত্তর পাওনা ছুটি নগদায়নের ব্যবস্থা করার অনুরোধ করছি। 

আমি এই মরমে অংগীকার করছি যে, যদি ভুল ক্রমে অতিরিক্ত অর্থ উত্তোলন করি তা ফেরত দিতে বাধ্য থাকিব।এ ব্যাপারে আমার বা আমার উত্তরাধিকারীর  কোন আপত্তি কারযকর হবেনা।


ফোন নং- 

তারিখঃ ১২/০৫/২০২২

  আপনার বিশ্বস্ত


মোঃ জালাল উদ্দিন 


ভবিষ্যৎ তহবিলের স্থিতি উত্তোলনের আবেদন পত্র

   উপ-মহাব্যবস্থাপক

অগ্রনী ব্যাংক লিমিটেড

এইচ আর প্লানিং, ডিপ্লয়মেন্ট এন্ড অপারেশনস ডিভিশন,

প্রধান কারযালয়, ঢাকা।

মাধ্যমঃ যথাযথ কর্তৃপক্ষ। 

 বিষয় ঃ ভবিষ্যৎ তহবিলের স্থিতি উত্তোলনের আবেদন । 

মহোদয় ,

বিনীত নিবেদন এই যে,প্রধান কারযালয়ের পত্র নং এইচ আর পিডি ওডি/ওসি এস-২/৫৫১/২২ তারিখ ২৬/০৪/২০২২ অনুযায়ী আমি, মোঃ জালাল উদ্দিন, পিতা- হাফিজুর রহমান, সিনিয়র অফিসার, পিএফ নং ০১৭৬৯৩৬, পারসোনাল নং ১৫৪৩৯০, এস এস নং ১১০৩৯,সঞ্চয়ী হিসাব নং ০২০০০।  আমার বয়স ০৫/০৬/২০২২ তারিখে ৫৯ বছর হওয়ায় ০৬/০৬/২০২২ তারিখ হতে অবসর  উত্তর ছুটি শুরু। আমি আমার পাওনা ভবিষ্যৎ তহবিলের অর্থ উত্তোলন করিতে ইচ্ছুক।

অতএব, আমাকে উক্ত ভবিষ্যৎ তহবিলের অর্থ উত্তোলনের ব্যবস্থা করার অনুরোধ করছি। 

ফোন নং- 

তারিখঃ ১২/০৫/২০২২

  আপনার বিশ্বস্ত


মোঃ জালাল উদ্দিন 


অবসর উত্তর ছুটির আবেদন

  উপ-মহাব্যবস্থাপক

অগ্রনী ব্যাংক লিমিটেড

এইচ আর প্লানিং, ডিপ্লয়মেন্ট এন্ড অপারেশনস ডিভিশন,

প্রধান কারযালয়, ঢাকা।

মাধ্যমঃ যথাযথ কর্তৃপক্ষ।(  উপ-মহাব্যবস্থাপক, অগ্রনী ব্যাংক লিমিটেড, আঞ্চলিক কারযালয়

ঢাকা উত্তর আঞ্চল, ঢাকা।)

 বিষয় ঃ অবসর উত্তর ছুটি মঞ্জুরের আবেদন। 

স্যার,

বিনীত নিবেদন এই যে, প্রধান কারযালয়ের পত্র নং এইচ আর পিডি ওডি/ওসি এস-২/৫৫১/২২ তারিখ ২৬/০৪/২০২২ অনুযায়ী আমি, মোঃ জালাল উদ্দিন, পিতা- হাফিজুর রহমান, সিনিয়র অফিসার পারসোনাল নং ১৫৪৩৯০, এস এস নং ১১০৩৯,

সঞ্চয়ী হিসাব নং ০২০০০০।  আমার বয়স ০৫/০৬/২০২২ তারিখে ৫৯ বছর হওয়ায় ০৬/০৬/২০২২ তারিখ হতে অবসর  উত্তর ছুটি ভোগ করিতে ইচ্ছুক।

অতএব, আমাকে ০৬/০৬/২০২২ হতে ০৫/০৬/২০২২ পরযন্ত এক বছরের অবসর উত্তর ছুটি মঞ্জুরের ব্যবস্থা করার অনুরোধ করছি। 

ছুটিতে থাকাকালীন অবস্থানের ঠিকানাঃ

গ্রাম - জাবরকোল, থানা ও পোস্ট - বালিয়াকান্দি, জিলা- রাজবাড়ী। 

ফোন নং- 

তারিখঃ ১২/০৫/২০২২

  আপনার বিশ্বস্ত


মোঃ জালাল উদ্দিন 


Feartured Post

কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করে।

  কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করে।

জনপ্রিয় পোস্ট