উপ-মহাব্যবস্থাপক
অগ্রনী ব্যাংক লিমিটেড
এইচ আর প্লানিং, ডিপ্লয়মেন্ট এন্ড অপারেশনস ডিভিশন,
প্রধান কারযালয়, ঢাকা।
মাধ্যমঃ যথাযথ কর্তৃপক্ষ।
বিষয় ঃ ভবিষ্যৎ তহবিলের স্থিতি উত্তোলনের আবেদন ।
মহোদয় ,
বিনীত নিবেদন এই যে,প্রধান কারযালয়ের পত্র নং এইচ আর পিডি ওডি/ওসি এস-২/৫৫১/২২ তারিখ ২৬/০৪/২০২২ অনুযায়ী আমি, মোঃ জালাল উদ্দিন, পিতা- হাফিজুর রহমান, সিনিয়র অফিসার, পিএফ নং ০১৭৬৯৩৬, পারসোনাল নং ১৫৪৩৯০, এস এস নং ১১০৩৯,সঞ্চয়ী হিসাব নং ০২০০০। আমার বয়স ০৫/০৬/২০২২ তারিখে ৫৯ বছর হওয়ায় ০৬/০৬/২০২২ তারিখ হতে অবসর উত্তর ছুটি শুরু। আমি আমার পাওনা ভবিষ্যৎ তহবিলের অর্থ উত্তোলন করিতে ইচ্ছুক।
অতএব, আমাকে উক্ত ভবিষ্যৎ তহবিলের অর্থ উত্তোলনের ব্যবস্থা করার অনুরোধ করছি।
ফোন নং-
তারিখঃ ১২/০৫/২০২২
আপনার বিশ্বস্ত
মোঃ জালাল উদ্দিন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন