বিসমিল্লাহির রহমানির রহিম, #গল্প , #কবিতা # কালেকশন বাই মো: জালাল উদ্দিন, বি,এসসি,(গণিত, পদার্থ বিদ্যা,রসায়ন বিদ্যা), বি,এড।ব্যাংকার।
২৯ সেপ, ২০২১
সূরা ইখলাসের ফজিলত।
১৮ সেপ, ২০২১
দু'টি আংগুরের বাগান- কবিতা
(আল কুরআন, সুরা ১৮-আল কাহফ ৩১-৪৪ অবলম্বনে)
বিসমিল্লাহির রহমানির রহিম।
-------
আল্লাহ বলেন,খেজুর গাছে ঘেরা দু'টি আংগুর বাগান
পানির নহর দিয়ে তাতে করেছি ফল উৎপাদন।
গরিব বাগান মালিকেরে অহংকারে বলে,
ধনে-জনে শক্তিশালী আমি,তোমাকে পিছনে ফেলে।
আমার এ বাগান কখনো না ধংস হবে,
আমি মনে করি না কখনো কিয়ামত সংঘটিবে।
তার সাথী তাকে বলে,যে আল্লাহ সৃজিয়াছেন তোমায়,
মাটি,শুক্রানু হতে মানুষরুপে তাকে ভুলে গেলে হায়।
তিনিই আল্লাহ, আমার রব আমি ভুলি নাই তাকে,
শরীক করি না তার সাথে কোন কিছুকে।
"মাশা আল্লাহ" বললে না যে, বাগানে প্রবেশ কালে,
যে কারনে বাগানের ফলকে বিপর্যয়ে ঘিরে ফেলে,
অহংকারী বলল হায়, হল সর্বনাশ আমার,
বুঝেছি সব কর্তৃত্ব সব কিছু সত্যবাদী আল্লাহর।
১৫ সেপ, ২০২১
বেরসিকের টুকরো খবর ১৫০৯২০২১
অনেক দিন পর বেরসিকের পুরাতন কথা নতুনভাবে মনে পড়ায় কষ্ট অনুভব করলো। দীর্ঘদিন ধরে স্ত্রী বলছিল আমার ছেলেরা বড় হলে তোমার সাথে আর আমি নাই। ক'দিন ধরে স্ত্রী বেশ ঝামেলা পাকাচ্ছে এবং খুব অসন্তোষ প্রকাশ করছে।
বেরসিক ভাবছে সেই পুরাতন পরিকল্পনা নতুন করে নয় তো। আবার এটাও ভাবছে তার ছেলেরাও তো বড় হয়েছে।
আবার ভাবছে আল্লাহ যা করবেন তা তার মংগলের জন্যই।
১২ সেপ, ২০২১
৩ সেপ, ২০২১
গুহাবাসী-কবিতা
(আল কুরআন, ১৮-আল কাহফ (১-১১) অবলম্বনে)
বিসমিল্লাহ বলে শুরু, সব প্রশংসা আল্লাহর,
যিনি বক্রতাহীন কুরআন দিয়েছেন প্রয়োজনে বান্দার।
যাতে রয়েছে বিপদ কাফেরের,মুমিনের উত্তম পুরস্কার,
কাফের জ্ঞানহীন, মিথ্যাবাদী বলে সন্তান আল্লাহর।
হে নবী (সঃ) তারা ঈমান না আনলে,
তোমার জীবন কি দিবে সংকটে ফেলে।
আমি তো সৌন্দর্য ময় যমীন দিয়ে,
পরীক্ষা করছি কে উত্তম আমলে?
এ মাটি কিয়ামতে করিব উদ্ভিদশূন্য খাটি,
আমার বিস্ময়কর নিদর্শন গুহাবাসী।
গুহায় আশ্রয়ী যুবকগণ বলে হে রব,
দান কর রহমত,পূর্ণ করো মোদের কাজকর্ম সব।
তারপর তাদের ঘুমিয়ে রাখলাম ৩০৯ বছর,
একটি কুকুর ও ছিল তাদের সহচর।
এ নিয়ে তর্ক করো না তারা ছিল ক'জন,
হে নবী, বল তা জানেন আমার আল্লাহ মহান।
১৫ আগ, ২০২১
আমার মা- কবিতা
আত্নীয়দের মধ্যে যত শ্রেষ্ঠ আমার মা,
মায়ের স্মৃতি কখনো যে ভুলতে পারিনা।
অতীত স্মৃতি মনে করে, হৃদয়ে মোর কাপন ধরে,
মা যে আমার কষ্ট করে তুলে রাখত খাবার ভরে,
স্কুল থেকে ঘরে ফিরে, ছেলে আমার খাবে কিরে?
আরো আগের কথা তো আর বলার মত নয়,
বয়স আমার দশ কি বারো মারা গেলেন বাবায়!
আটটি মোরা ভাইবোনে,
কষ্ট দিয়ে মায়ের মনে,
ক্ষেতের কাজ ফেলে রেখে,
স্কুলফিরে খেলতে গেছি মাঠে।
তিনটি আমার ভাই বোন, চলে গেল পরপারে!
মায়ের কত দুঃখ মনে, গড় গড়িয়ে অশ্রু ঝরে!
এখনকার সব মেয়েদের মত,
ক্লান্ত হতে দেখিনি তো।
এমন আমার শ্রেষ্ঠ 'মা' যে
চলে গেলেন ২০২০ ২২ শে মে।
আল্লাহ আমার মা-বাবারে,
সুখে রেখ কবরে।
১৬ জুল, ২০২১
ইতিবাচক চিন্তাভাবনা সফলতার চাবি
"আল্লাহ মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন আমাদের কাজের পরীক্ষার জন্য । কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে আল্লাহ তার হিসাব নিবেন,তিনি পরাক্রমশালী, তিনি ক্ষমাশীল। " -আল কুরআন, সুরা ৬৭- আল-মুলক,আয়াত ২।
আল্লাহ আমাদের যে সুন্দর জীবন দিয়েছেন তার সঠিক ব্যবহার করে আল্লাহর এই অতুলনীয় দানের আমানতদারী রক্ষা করতে হবে। সঠিক পথে চলে আল্লাহর আমানতের খেয়ানত থেকে যেমন রক্ষা পাওয়া যাবে, তেমনি নিজের ইহলোকিক ও পরলোকিক জীবন সুখের হবে। তার জন্য নিচের কথাগুলো মনযোগ দিয়ে পড়ুন এবং নিয়ম মেনে চলুন।
১। আমদেরকে ভালো কাজ করতে হবে যাতে আল্লাহর কাছে পরীক্ষায় হেরে না যাই। নিজের উপর বিশ্বাস রাখুন। বিশ্বাস করুন আপনি যা করছেন তা সঠিক।
২।আল্লাহর নিকট প্রার্থনার শক্তি পরীক্ষা করুন।
৩।শান্তিপূর্ণ মন শক্তি উৎপাদন করে।
৪।নিজের সুখ নিজেই তৈরি করুন।
৫।আকস্মিক ক্রোধ ও বিরক্তি থেকে বিরত থাকুন।
৬।উদ্বিগ্ন হওয়া থেকে মুক্ত থাকুন।
৭।ব্যক্তিগত সমস্যা কাগজে লিখে সমাধানের চেষ্টা করুন।
৮।জীবনের শক্তি যখন অবসন্ন, মনে নতুন চিন্তা এবং সর্বশক্তিমান আল্লাহর ধ্যান করুন।
৯।শক্তি লাভের জন্য শিথিল হওয়া প্রয়োজন। নিশ্চিন্তে ঘুমান।
১০। মানুষের ভালবাসা অর্জনের চেষ্টা করুন। মানুষের সাথে ভালো ব্যবহার করুন।
১১। "মনের ব্যথা" দূর করার জন্য শারীরিক পরিশ্রম করুন। মনের কষ্ট কিছু লাভ হয় মস্তিষ্কের কিছু কোষ পরিশ্রমে অংশ গ্রহন করে বলে । আল্লাহর সাহায্য কামনা করুন। বিশ্বাস করুন আল্লাহ পারেন না এমন কিছু নাই।
মদ জুয়া নয়, ভালো কাজ মানুষের মনে প্রশান্তি আনে।
১২।"মঙ্গল কর কাজ " মুখমন্ডল উজ্জ্বল করে। আল কুরআনের সূরা ১০-ইউনুস এর ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন -
"যারা মংগলকর কাজ করে তাদের জন্য আছে মংগল এবং আরও অধিক। কালিমা ও হীনতা তাদের মুখমন্ডলকে আচ্ছন্ন করবে না। তারাই জান্নাতের অধিবাসী, সেথায় তারা স্থায়ী হবে। "
১৩। "মন্দ কাজ " মনে হীনতা আচ্ছন্ন করে এবং মুখমন্ডল কালিমাযুক্ত করে।মঙ্গল কর কাজ কর মুখমন্ডল উজ্জ্বল হবে। আল কুরআনের সূরা১০- ইউনুস এর ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন -
"যারা মন্দ কাজ করে তাদের প্রতিফল স্বরূপ মন্দ এবং তাদেরকে হীনতা আচ্ছন্ন করে। আল্লাহ থেকে তাদের রক্ষা করার কেউ নাই। তাদের মুখমণ্ডল যেন রাতের অন্ধকারের আস্তরনে আচ্ছাদিত। তারা অগ্নির অধিবাসী যেখানে তারা স্থায়ী হবে।"
১৪। আপনি সফল এবং সুখী হতে চান?
সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা রাখুন। আপনি পরিশ্রম করবেন আর তার প্রতিদান দিবেন আল্লাহ। অতীতের ব্যর্থতাকে ভুলে যান, নতুনভাবে শুরু করুন, সমস্যাগুলো কাগজে লিখে সমাধানের চেষ্টা করুন। কাজে যে ফলাফল আসে তার জন্য আল্লাহর কাছে প্রশংসা করুন।
কর্মের পাশাপাশি ধর্ম পালনে মনোযোগী হন। ইনশাআল্লাহ সফলতা আসবে। মানসিক শান্তি আসবে।
Feartured Post
কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করে।
কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করে।
জনপ্রিয় পোস্ট
-
এক সকালে বেরসিক মোবাইলে আল কুরআন পড়ছিল। স্ত্রী বলল, তুমি মোবাইল চালাচ্ছ অথচ আমাকে একটু সময় দিচ্ছ না। বেরসিক বলল, আমি কুরান তেলাওয়াত করছি। ক...
-
অদ্যকার বিদায়ী সভার সভাপতি মাননীয় উপ-মহাব্যবস্থাপক, উপস্থিত সহকারী মহাব্যবস্থাপক এবং আমার শ্রদ্ধেয় ও প্রাণপ্রিয় কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ...
-
লেখক ~ Admin (আল কুরআন, সুরা ইয়াছিন -৫৩ হতে ৮৩ অবলম্বনে) শুরু আল্লাহর নামে। ভরপুর যিনি রহিম রহমানে। কেয়ামত আল্লাহর হুকুম, শুধু একটি ...