১৬ জুল, ২০২১

ইতিবাচক চিন্তাভাবনা সফলতার চাবি

 "আল্লাহ মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন আমাদের কাজের পরীক্ষার জন্য । কে  ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে আল্লাহ তার হিসাব নিবেন,তিনি পরাক্রমশালী, তিনি ক্ষমাশীল। " -আল কুরআন, সুরা ৬৭- আল-মুলক,আয়াত ২।

আল্লাহ আমাদের যে সুন্দর জীবন দিয়েছেন তার সঠিক ব্যবহার করে আল্লাহর এই অতুলনীয় দানের আমানতদারী রক্ষা করতে হবে। সঠিক পথে চলে আল্লাহর আমানতের খেয়ানত থেকে যেমন রক্ষা পাওয়া যাবে, তেমনি নিজের ইহলোকিক ও পরলোকিক জীবন সুখের  হবে। তার জন্য নিচের কথাগুলো মনযোগ দিয়ে পড়ুন এবং নিয়ম মেনে চলুন। 

১। আমদেরকে ভালো কাজ করতে হবে যাতে আল্লাহর কাছে পরীক্ষায় হেরে না যাই। নিজের উপর বিশ্বাস রাখুন। বিশ্বাস করুন আপনি যা করছেন তা সঠিক। 

২।আল্লাহর নিকট প্রার্থনার শক্তি পরীক্ষা করুন। 

৩।শান্তিপূর্ণ মন শক্তি উৎপাদন করে। 

৪।নিজের সুখ নিজেই তৈরি করুন। 

৫।আকস্মিক ক্রোধ ও বিরক্তি থেকে বিরত থাকুন। 

৬।উদ্বিগ্ন হওয়া থেকে মুক্ত থাকুন। 

৭।ব্যক্তিগত সমস্যা কাগজে লিখে সমাধানের চেষ্টা করুন। 

৮।জীবনের শক্তি যখন অবসন্ন, মনে নতুন চিন্তা এবং সর্বশক্তিমান আল্লাহর ধ্যান করুন। 

৯।শক্তি লাভের জন্য শিথিল হওয়া প্রয়োজন।  নিশ্চিন্তে ঘুমান। 

১০। মানুষের ভালবাসা অর্জনের চেষ্টা করুন। মানুষের সাথে ভালো ব্যবহার করুন।

১১। "মনের ব্যথা" দূর করার জন্য শারীরিক পরিশ্রম করুন।  মনের কষ্ট কিছু লাভ হয় মস্তিষ্কের কিছু কোষ  পরিশ্রমে অংশ গ্রহন করে বলে । আল্লাহর সাহায্য কামনা করুন। বিশ্বাস করুন আল্লাহ পারেন না এমন কিছু নাই।

মদ জুয়া নয়, ভালো কাজ মানুষের মনে প্রশান্তি আনে। 

১২।"মঙ্গল কর কাজ " মুখমন্ডল উজ্জ্বল করে। আল কুরআনের সূরা ১০-ইউনুস এর ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন -

"যারা মংগলকর কাজ করে তাদের জন্য আছে মংগল এবং আরও অধিক। কালিমা ও হীনতা তাদের মুখমন্ডলকে আচ্ছন্ন করবে না। তারাই জান্নাতের অধিবাসী, সেথায় তারা স্থায়ী হবে। "

১৩। "মন্দ কাজ "  মনে হীনতা আচ্ছন্ন করে এবং মুখমন্ডল কালিমাযুক্ত করে।মঙ্গল কর কাজ কর মুখমন্ডল উজ্জ্বল হবে। আল কুরআনের সূরা১০- ইউনুস এর ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন -

"যারা মন্দ কাজ করে তাদের প্রতিফল স্বরূপ মন্দ এবং তাদেরকে হীনতা আচ্ছন্ন করে। আল্লাহ থেকে তাদের রক্ষা করার কেউ নাই। তাদের মুখমণ্ডল যেন রাতের অন্ধকারের আস্তরনে আচ্ছাদিত।  তারা অগ্নির অধিবাসী যেখানে তারা স্থায়ী হবে।"

১৪। আপনি সফল এবং সুখী হতে চান? 

সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা রাখুন। আপনি পরিশ্রম করবেন আর তার প্রতিদান দিবেন আল্লাহ। অতীতের ব্যর্থতাকে ভুলে যান, নতুনভাবে শুরু করুন, সমস্যাগুলো কাগজে লিখে সমাধানের চেষ্টা করুন। কাজে যে ফলাফল আসে তার জন্য আল্লাহর  কাছে প্রশংসা  করুন। 

 কর্মের পাশাপাশি ধর্ম পালনে মনোযোগী হন। ইনশাআল্লাহ সফলতা আসবে। মানসিক শান্তি আসবে। 





কোন মন্তব্য নেই:

Feartured Post

Astagfirullah

  Astagfirullah

জনপ্রিয় পোস্ট