৩ সেপ, ২০২১

গুহাবাসী-কবিতা

 (আল কুরআন, ১৮-আল কাহফ (১-১১) অবলম্বনে)

বিসমিল্লাহ বলে শুরু, সব প্রশংসা আল্লাহর, 

যিনি বক্রতাহীন কুরআন দিয়েছেন প্র‍য়োজনে বান্দার।

যাতে রয়েছে বিপদ কাফেরের,মুমিনের উত্তম পুরস্কার, 

কাফের জ্ঞানহীন, মিথ্যাবাদী বলে সন্তান আল্লাহর। 

হে নবী (সঃ) তারা ঈমান না আনলে,

তোমার জীবন কি দিবে সংকটে ফেলে।

আমি তো সৌন্দর্য ময় যমীন দিয়ে,

পরীক্ষা করছি কে উত্তম আমলে?

এ মাটি কিয়ামতে করিব উদ্ভিদশূন্য খাটি,

আমার বিস্ময়কর নিদর্শন গুহাবাসী।

গুহায় আশ্রয়ী যুবকগণ বলে হে রব, 

দান কর রহমত,পূর্ণ করো মোদের কাজকর্ম সব। 

তারপর তাদের ঘুমিয়ে রাখলাম ৩০৯ বছর, 

একটি কুকুর ও ছিল তাদের সহচর। 

এ নিয়ে তর্ক করো না তারা ছিল ক'জন,

হে নবী, বল তা জানেন আমার আল্লাহ মহান।



কোন মন্তব্য নেই:

Feartured Post

কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করে।

  কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করে।

জনপ্রিয় পোস্ট