অদ্যকার বিদায়ী সভার সভাপতি মাননীয় আগত উপ-মহাব্যবস্থাপক, উপস্থিত বিদায়ী উপমহাব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক এবং আমার শ্রদ্ধেয় ও প্রাণপ্রিয় কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ।
বিসমিল্লাহির রহমানির রহিম, #গল্প , #কবিতা # কালেকশন বাই মো: জালাল উদ্দিন, বি,এসসি,(গণিত, পদার্থ বিদ্যা,রসায়ন বিদ্যা), বি,এড।ব্যাংকার।
১৪ জুল, ২০২১
উপ-মহাব্যবস্থাপক এর বিদায় উপলক্ষে বক্তব্য
১৯ জুন, ২০২১
১২ ফেব, ২০২১
আমার অবসরজনিত বিদায়ী বক্তব্য
বিদায়ী স্যারের উদ্দেশ্যে বক্তব্য।
৫ ফেব, ২০২১
বেরসিকের টুকরো খবর
৩। বেরসিকের আতংক, কি জানি কখন মেজাজ বিগড়ে যাবে। ঃ-
একবার বেরসিককে তার স্ত্রী বলল, আমার গামছা কেউ ব্যবহার করবে না। ঠিক ঠিক বেরসিক স্ত্রীর গামছা ব্যবহার করেনি। দুদিন পর স্ত্রী দেখল সে গামছা ব্যবহার করেনি। সে অমনি গামছাটা টেনে ছিড়ে ফেলল। এবং বলল, আমি বলেছি আর তাই তুমি গামছা ব্যবহার করনি আমি ও ব্যবহার করবো না।
৪। বেরসিকের দুর্দিন ঃ
করোনার ঊর্ধ্বগতির মধ্যে বেরসিক অফিস বন্ধ করে বাড়ি চলে যায়। কয়েকদিন পর অফিসের বড় বস ফোন করে বললেন অনেক দিন ছুটি হয়ে গেল। আপনি তাড়াতাড়ি অফিসে যোগ দেন। এদিকে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। স্ত্রী বলল, আরো একদিন থেকে যাও। বেরসিক এতে স্ত্রীকে বকা দিল।আর তাতেই হল সর্বনাশ । বেরসিকের স্ত্রী প্রায় এক সপ্তাহ হল কথা বন্ধ করে দিয়েছে।
বেরসিক অফিসের উদ্দেশ্যে পরের দিন ভোর চারটায় অটো রিকশা নিয়ে যাত্রা শুরু করে ১৪০ কিলোমিটারের পথ। পরে ফেরি, কুরিয়ার সারভিসের গাড়ি, রিকশা,বাস এবং হেটে ই ঢাকায় পৌঁছান।
এদিকে স্ত্রী বলেছে বেরসিক চাকুরী থেকে অবসর না নেওয়া পর্যন্ত কথা বলবেনা। আর বেরসিক ভাবছে চাকরি থাকা কালিন এমন ব্যবহার। চাকরি না থাকলে তো পাত্তাই দিবে না। বুড়ো বয়সে এ জ্বালা সহ্য হবে তো?
২০ ডিসে, ২০২০
বেরসিকের টুকরো খবর ঃ
২১ নভে, ২০২০
ব্লগিং
Feartured Post
কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করে।
কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করে।
জনপ্রিয় পোস্ট
-
এক সকালে বেরসিক মোবাইলে আল কুরআন পড়ছিল। স্ত্রী বলল, তুমি মোবাইল চালাচ্ছ অথচ আমাকে একটু সময় দিচ্ছ না। বেরসিক বলল, আমি কুরান তেলাওয়াত করছি। ক...
-
অদ্যকার বিদায়ী সভার সভাপতি মাননীয় উপ-মহাব্যবস্থাপক, উপস্থিত সহকারী মহাব্যবস্থাপক এবং আমার শ্রদ্ধেয় ও প্রাণপ্রিয় কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ...
-
লেখক ~ Admin (আল কুরআন, সুরা ইয়াছিন -৫৩ হতে ৮৩ অবলম্বনে) শুরু আল্লাহর নামে। ভরপুর যিনি রহিম রহমানে। কেয়ামত আল্লাহর হুকুম, শুধু একটি ...