কায়ান মনি , কায়ান মনি ,কেমন আছ তুমি?
পরকালে আনন্দেতে আছ তুমি মানি।
তোমার কথা আমরা যে আর ভুলতে নাহি জানি,
তোমার কথা পড়লে মনে, চোখে আসে পানি,
কিন্তু জানি তুমি আছ বেহেশতেতে মহা সুখে
তবু কেন তোমার কথা পড়লে মনে লাগে বুকে।
নবীজি(সঃ) মোদের বিলাপ করে,
চাপড়িয়ে বুক কানতে করেছেন মানা।
চেষ্টা করে ও তোমার দুঃখ
কেন একটু ভুলতে পারি না।
আশা করি ভালো আছ, থাকবে অনন্তকাল
মোদের লাগি সুপারিশ , যেন পার পাই পরকাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন