২৮ সেপ, ২০২২

বেরসিকের টুকরো খবর ঃ ডায়েরি।

 তারিখ - ১২/০৯/২০২২

স্ত্রীর আগের কিছু স্মৃতি রোমন্থন করতে গিয়ে মনে পড়ে গেল ঃ-

১) বেরসিক তার অফিসের স্যার কে সাথে একটি দামী শাড়ী কিনেছিল স্ত্রীর জন্য। স্ত্রী সেটি ফেরত দিয়ে নিজের পছন্দের নিয়েছিল ১৯৯২ সালের দিকে। 

২) একবার লাউ ছুড়ে ফেলেছিল পাকা বলে। অবশ্য পরে তা রান্না করে ছিল।

৩) আর একবার ঝগড়া করে মাছ ফেলে দিয়েছিল। 

৪) আরও একবার কাচা সব্জি ভালো না বলে ছুড়ে ফেলেছিল। অবশ্য পরে তা রান্না করে ছিল। 

৫) আর একটা ঘটনা বেরসিকের বাবা চাউল এনে দিয়েছিল বাজার থেকে। বলেছিল বাবা না আনলে চাউল ফেরত দিতাম ভালো নয়।

৬) বেরসিকের ছেলের বউ মরিচ ব্লেন্ড করে রেখেছিল। এবং একটু খারাপ হয়ে দেখাতে গিয়ে বেরসিকের গায়ে ছুড়ে মেরেছিল। 

এভাবেই এখনো প্রতিদিন হাজার ও আপত্তির মধ্যেই চলছে দিন।

সময় পেলে আরও কিছু বলবে অন্যদিন। 

২২/০৯/২০২২ তারিখ ঃ

 বেরসিকের রোজগারের টাকা খরচ করার পর হিসাব হয় খুব কড়া ভাবে। স্ত্রী  আগে হিসাব নিত স ভাই-বোন কে  দিয়ে দেয়  বেরসিকের রোজগারের টাকা খরচ করার পর হিসাব হয় খুব কড়া ভাবে। স্ত্রী  আগে হিসাব নিত স ভাই-বোন কে  দিয়ে দেয় কিনা বা  আবার কোন বিয়ে করে ফেলে কিনা? এখন হিসাব ন্যায় এগুলোর সাথে ছোট ছেলে এর দোকান থেকে কিছু কিনে খাওয়ার অভ্যাস, ক্ষুধা লাগলে সহ্য করতে পারে না। আজ বাজার করেছে ৪৩০/ টাকা। হিসাব খাতায় লেখা হয়েছে এবং অবশিষ্ট টাকা মিলিয়ে রাখা হয়েছে। 


  বেরসিকের রোজগারের টাকা খরচ করার পর হিসাব হয় খুব কড়া ভাবে। স্ত্রী  আগে হিসাব নিত স ভাই-বোন কে  দিয়ে দেয় কিনা বা  আবার কোন বিয়ে করে ফেলে কিনা? এখন হিসাব ন্যায় এগুলোর সাথে ছোট ছেলে এর দোকান থেকে কিছু কিনে খাওয়ার অভ্যাস, ক্ষুধা লাগলে সহ্য করতে পারে না। আজ বাজার করেছে ৪৩০/ টাকা। হিসাব খাতায় লেখা হয়েছে এবং অবশিষ্ট টাকা মিলিয়ে রাখা হয়েছে। 

 কিনা বা  আবার কোন বিয়ে করে ফেলে কিনা? এখন হিসাব ন্যায় এগুলোর সাথে ছোট ছেলে এর দোকান থেকে কিছু কিনে খাওয়ার অভ্যাস, ক্ষুধা লাগলে সহ্য করতে পারে না। আজ বাজার করেছে ৪৩০/ টাকা। হিসাব খাতায় লেখা হয়েছে এবং অবশিষ্ট টাকা মিলিয়ে রাখা হয়েছে। 

তার এল পি আর ছুটি চলছে,  ইচ্ছা মত ঘুরে ফিরে ছুটি ভোগ করা যাবে না।বোকাসোকা মানুষ কোথায় আবার ধরা খায় কে জানে। তাই সব সময় স্ত্রী চোখে-চোখে রাখছে। 

তারিখ -২৮/০৯/২০২২ ঃ-

বেরসিকের কিছু আপত্তি স্ত্রীর প্রতি -

১) উপার্জনের অর্থ খরচ স্ত্রীর হাতে হবে কেন? 

২) বাজার খরচের পর স্ত্রীকে হিসাব দিতে হবে কেন? 

৩) প্রভিডেন্ট ফান্ড এর বিভিন্ন সময়ে উত্তোলনের অর্থ এর ৩০ বছরের হিসাব স্ত্রীকে দিতে হবে।

৪) চুল পেকেছে বলে ছোট ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া যাবে না।বান্ধবীরা ভাববেন সেও বুড়ী হয়েছে। 

৫) বেরসিক একা ভাইদের বাড়িতে যেতে পারবেনা। ৬) স্ত্রীর বয়স বলা যাবে না। 

৭) বেরসিক ছেলেদের লেখা পড়ার সময়ে জমি বিক্রি করেছে তা স্ত্রীর পরামর্শ ছাড়া লিখে দেওয়া যাবেনা। যা বেরসিকের জন্য বেদনাদায়ক। 

৮) মোঃ মন্তাজ ভাইয়ের নিকট ১১ শতাংশ, আঃ কুদ্দুসের নিকট  ১১ শতাংশ, মোঃ আশ্রাফের নিকট ৩৭৫০০০/ টাকা দরে ১৫০০০০/ টাকা। এবং শুকুর আলী নিকট ২/৩ শতাংশ। জমি বিক্রি করা হয় ২০০৯/২০১০ সালে।

 ১৯৯৭ সালে পারিবারিক জমি বিক্রয় করে ২৫০০০/ টাকা নেওয়া হয়।যা ১২ শতাংশ জমির বিনিময়ে।  কোনো ক্ষেত্রেই বাড়ির জমি বিক্রি করা হয় নাই। বড় ভাইয়ের মতামত অগ্রাধিকার দিতে হবে পরকালের দায়মুক্তির জন্য। 

০৯/ ০৯/২০২২ তারিখ ঃঃ-

স্ত্রীর আদেশ মোবাইল টিপা এবং বই পড়া যাবে না মাত্রাতিরিক্ত। 

১১/১০/২০২২ তারিখ ঃ-

সকালে বাজার শেষে হিসাব মিলছিল না। তার পর বেরসিকের স্ত্রী  চোটে গেল, বলল চাকরি যে ভাবে গোজামিল দিয়ে করেছ এখন ত সেভাবে গোজা মিল দিবা। যাক সব হিসাব শেষে যখন মিলল তখন আর কিছু বলল না।

বিকেলে ছেলেকে বলেছিল, বাসায় এসে কোচিং-এ যেতে হবে। কিন্তু কোচিং থেকে ফোন করে ছেলে বললো বাসায় আসবে না।বেরসিক বলল, আচ্ছা তোমার মাকে বলবো। তিনি নামাজ শেষে একচোট নিলেন বেরসিকের উপর। বলল আমি ত যাওয়ার সময় বলে দিয়েছি বাসায় এসে যেতে হবে, তুমি কেন আসতে বললে না।তার পর কথা বন্ধ।বেরসিক কে বলল তোমার সাথে আর পারছি না। বেরসিকের স্ত্রী লেখা-পড়া কম হলেও কথার চোট অনেক বেশী। বেরসিক স্ত্রীর চেয়ে ৪/৫ ক্লাস বেশী পড়েছে।

স্ত্রী বলে ও সব শিক্ষিতদের ভেলু দেই না। সে অনেকটা অশিক্ষিত লিডারদেরমত। অথচ বেরসিক এই শিক্ষা নিয়ে ছত্রিশ বছর ভালো ভাবে চাকুরির মেয়াদ শেষ করেছে এবং স্ত্রী  তার সুফল ভোগ করছে /করবে।

তারিখ- ১৮/১০/২০২২
সকালে ঘুম থেকে উঠে হাতের ব্যথা অনুভব করায় মেঝছেলের উপর রাগ করে বলে আমার ভিসা এতো দেরি কেন? ছবি দিয়ে দাও আমার ভিসা আমিই করব।কারো লাগবে না।তারপর বেরসিক ভাত রান্নার সাদা চাউল ধুয়ে দিল। লাল চাউল ধুয়ে দিল না কেন সব ভাংচুর শুরু করে দিল।

তারিখ - ২১/১০/২০২২

ছেলে থাইল্যান্ড থেকে লাগেজ ব্ক্স নিয়ে আসে।তা মা পাওয়ার জন্য দাবী করে। কিন্তু স্ত্রী দিতে না চাওয়ায় মা অসন্তুষ্ট হয়ে আক্ষেপ করে। 

তারিখ - ২৭/১০/২০২২

বেরসিক কে মুক্তভাবে একা কোথাও কাজে বা প্রয়োজনীয় কাজে যেতে দেওয়া হয় না।আজ স্ত্রির ভাগ্নীকে কম্বল দিতে যাওয়া দরকার কিন্তু স্ত্রী সাথে যাবেই। রাত হয়ে যাওয়ায় আর সফর বাতিল।আগামীকাল ছেলে বা বেরসিক যাবে কারণ আগামীকাল স্ত্রী দেশের বাড়ি যাবে। দেখা যাক কি হয়।

তারিখ -২২/১১/২০২২

 বেরসিকের স্ত্রীর খামখেয়ালি মেজাজ, বলল দাঁতের ডাক্তারের কাছে যাবে না এখন। ছেলের পরীক্ষার পর ইন্ডিয়া থেকে ঘুরে এসে রাকিবের কাছে যাবে। অথচ দাতের ডাক্তারের কাছে যাওয়া জরুরী। 

তারিখ ০৪/১১/২০২৪

সকালে খাবার সময় বলল,আর লাগবে, বললাম, না।বলল,আমাকে কিছু দাও।তুলে দিলাম।পরক্ষনেই ভাত আমার দিকে ছুড়ে মারল।রাগ করলাম। মন খারাপ হল।

০৫/১১/২০২৪

সবজি বাজার পছন্দ হয়নি, তাই বরবটি ছুড়ে ফেলে দিল।এমন ঘটনা নতুন নয়।এর আগে চিচিঙ্গা, লাউ,শাড়ি ইত্যাদি ছোড়াছুড়ি দেখার অভিজ্ঞতা আছে। তাছাড়া চোখ রাংগানি, কটুকথা অহরহ হয়ে থাকে। 

০৯/০৯/২০২৫

গতকাল বড় বউ মা ফোন দিয়ে তার শাশুড়ি কে কুশল বিনিময়ের সময় রান্না খাওয়া ও কাজ নিয়ে কথা বলে। কাজের লোক এর ও রান্নার কথায় বলে ফেলে আপনার কথায় রসকষ নাই।আরও এক বার বলে আপনার ত শোকর আদায়ের করেন না।আর এতেই শাশুড়ি কান্নাকাটি শুরু করে। তার কথা বউদের ভালো বাসার এই প্রতি দান।আরও একবার বলে ছিল সুখে থাকতে ভুতে কিলায়।সত্যিই কথা গুলো দু:খ জনক।এমনিতেই ছোট ছেলে নিয়ে মহা বিপাকে। ঠিক মত পড়াশোনা করে না, মোবাইল আসক্তি। ঘুম ও সাস্থ্যগত সমস্যায় টেনশনে। এ ভাবে না বললে ভালো হতো। 

(((গতকাল  ফোন দিয়ে তোমার  শাশুড়ি কে কুশল বিনিময়ের সময় রান্না খাওয়া ও কাজ নিয়ে কথা বলে। কাজের লোক এর ও রান্নার কথায় বলে ফেলে আপনার কথায় রসকষ নাই।আরও এক বার বলে আপনি ত শোকর আদায়ের করেন না।আর এতেই শাশুড়ি কান্নাকাটি শুরু করে। তার কথা বউদের ভালো বাসার এই প্রতি দান।আমি ওদের অনেক ভালো বাসি।অন্যান্য বউ শাশুড়ির চেয়ে আমরা কত ভালো আছি।আরও একবার বলে ছিল সুখে থাকতে ভুতে কিলায়।সত্যিই কথা গুলো দু:খ জনক।এমনিতেই নিজের শরীর খারাপ।ছোট ছেলে নিয়ে মহা বিপাকে।  ঠিক মত পড়াশোনা করে না, মোবাইল আসক্তি। ঘুম ও সাস্থ্যগত সমস্যায় টেনশনে। এ ভাবে না বললেই ভালো হতো মা।তোমার শশুর।)))

১২/০৯/২০২৫

আম্মু, তোমার মায়ের রাগ যাচ্ছে না।মাঝে মাঝেই মনে পড়লে কান্না করে।আমি বললাম, ওতো সরি বলছে। বলে যে ওতো আমাকে সরি বলে নাই। তুমি সুযোগ মত ক্ষমা চেয়ে নিও।ফোন দিও।দোয়া করো যাতে ভালো থাকি।

১২ সেপ, ২০২২

বেরসিকের টুকরো খবর ঃ তার অতীত এর কিছু স্মৃতি।

স্ত্রীর আগের কিছু স্মৃতি রোমন্থন করতে গিয়ে মনে পড়ে গেল ঃ-

১) বেরসিক তার অফিসের স্যার কে সাথে একটি দামী শাড়ী কিনেছিল স্ত্রীর জন্য। স্ত্রী সেটি ফেরত দিয়ে নিজের পছন্দের নিয়েছিল ১৯৯২ সালের দিকে। 

২) একবার লাউ ছুড়ে ফেলেছিল পাকা বলে। অবশ্য পরে তা রান্না করে ছিল।

৩) আর একবার ঝগড়া করে মাছ ফেলে দিয়েছিল। 

৪) আরও একবার কাচা সব্জি ভালো না বলে ছুড়ে ফেলেছিল। অবশ্য পরে তা রান্না করে ছিল। 

৫) আর একটা ঘটনা বেরসিকের বাবা চাউল এনে দিয়েছিল বাজার থেকে। বলেছিল বাবা না আনলে চাউল ফেরত দিতাম ভালো নয়।

৬) বেরসিকের ছেলের বউ মরিচ ব্লেন্ড করে রেখেছিল। এবং একটু খারাপ হয়ে দেখাতে গিয়ে বেরসিকের গায়ে ছুড়ে মেরেছিল। 

এভাবেই এখনো প্রতিদিন হাজার ও আপত্তির মধ্যেই চলছে দিন।

সময় পেলে আরও কিছু বলবে অন্যদিন। 


বেরসিকের টুকরো খবর ঃ তার সিদ্ধান্ত পরিবর্তন

  আগের পরবে সে বলেছিল, বাসা থেকে পালাবে।কিন্তু হঠাৎ একদিন দেখল স্ত্রী ইউটিউবে ওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে আছে। হুজুর বলছেন, একজন সুনাম অর্জনকারী আলেমের কাছে তার এক ভক্ত বলছে কেবল ধৈয্য ধরার কথা বলেন, আর ত পারছি না।স্ত্রীর বকাবকি আর কত সইব। হুজুর বলেন, একটা চেষ্টা করেন সংসার ঠিক রাখা যায় কিনা।

প্রতি দিন বাসায় ঢুকার আগে দরজায় দাঁড়িয়ে চিন্তা করবেন বাসায় একটা কুকুর আছে ওতো ঘেউঘেউ করবে। মনে মনে ভাববেন কুকুরের সভাব, আর মনে মনে হাসবেন।

ঠিক তা-ই আজ আর কোন উত্তর না দিয়ে হাসছেন। স্ত্রী ভাবল ব্যাপার কি? আজ কিছু বলছে না কেন আবার খালি হাসছ। স্ত্রী ধরলো কি হলো কিছু বলছ না যে? এবার লোকটা হুজুরের উপদেশের কথা শুনিয়ে দিল।এরপর স্ত্রী ও আর বেশি বলতেন না।

   উপদেশ টি পুরুষ এর বেলায় যেমন দরকারি,  স্ত্রী লোকের বেলায় ও তেমনই দরকারী। 

৬ সেপ, ২০২২

বেরসিকের টুকরো খবর ঃ তার এখন অবসর উত্তর ছুটি চলছে। ধাপ-১

 ৬/০৬/২০২২ হতে সময় যেন আর কাটছে না। স্ত্রী সব সময় ভুল (ভুল বলতে তার ইচ্ছার বিরুদ্ধে বা অপছন্দ  কোন কাজ) খোঁজে এবং কড়াকড়ি ভাবে কথা বলে। এটা তার দোষ নয়। বংশের স্টাইল। এরা সহজ ভাবে কথা বলতে পারে না।তাই ভুল ধরে তার কড়া জবাব দেয়। আমার এ বয়সে তা সইছে না।তাই মাঝেমধ্যে ভাবি এক সাথে শেষ পরিনতি পরযন্ত থাকতে পারব কি? 

 মনের অবস্থা ভালো নেই। এখন ই পালাতে চাইছে মন।অবশ্য স্ত্রী অনেক বার বলেছে আমি আর তোমার সাথে থাকব না। সম্ভবত শতবার এ কথা বলেছে। আর এখন আমার ই মন এ কথা বলছে। 

চলবে--



Feartured Post

এসএসসি সকল বিষয় পাস নম্বর কত ? সৃজনশীল নৈব্যক্তিক

বাংলা ১ম পত্র – সৃজনশীল ২৩ নম্বরে পাশ বহুনির্বাচনী ১০ নম্বরে পাশ বাংলা দ্বিতীয় পত্র – নির্মিত অংশ 23 নম্বরে পাশ বহুনির্বাচনি অংশ ১০ নম্বরে ...

জনপ্রিয় পোস্ট