স্ত্রীর আগের কিছু স্মৃতি রোমন্থন করতে গিয়ে মনে পড়ে গেল ঃ-
১) বেরসিক তার অফিসের স্যার কে সাথে একটি দামী শাড়ী কিনেছিল স্ত্রীর জন্য। স্ত্রী সেটি ফেরত দিয়ে নিজের পছন্দের নিয়েছিল ১৯৯২ সালের দিকে।
২) একবার লাউ ছুড়ে ফেলেছিল পাকা বলে। অবশ্য পরে তা রান্না করে ছিল।
৩) আর একবার ঝগড়া করে মাছ ফেলে দিয়েছিল।
৪) আরও একবার কাচা সব্জি ভালো না বলে ছুড়ে ফেলেছিল। অবশ্য পরে তা রান্না করে ছিল।
৫) আর একটা ঘটনা বেরসিকের বাবা চাউল এনে দিয়েছিল বাজার থেকে। বলেছিল বাবা না আনলে চাউল ফেরত দিতাম ভালো নয়।
৬) বেরসিকের ছেলের বউ মরিচ ব্লেন্ড করে রেখেছিল। এবং একটু খারাপ হয়ে দেখাতে গিয়ে বেরসিকের গায়ে ছুড়ে মেরেছিল।
এভাবেই এখনো প্রতিদিন হাজার ও আপত্তির মধ্যেই চলছে দিন।
সময় পেলে আরও কিছু বলবে অন্যদিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন