৮ ফেব, ২০২২

আল্লাহর ওয়াদা

 (আল কুরআন, সুরা ইমরান ১৯০-২০০ অবলম্বনে)

পৃথিবী ও আকাশ সৃষ্টি, রাত দিনের পালা বদলে রয়েছে নিদর্শন, 

যারা উঠা বসা ও শয়নে করে আল্লাহর স্মরণ। 

তারা বলে, "হে মোদের প্রভু!

 এ সব সৃষ্টি করোনি অনর্থক কভু, 

তুমি মুক্ত যে কাজ নিরর্থক।

 দোযখ হতে মোদের করো হেফাজত।

জাহান্নামিদের নাই কোনো হেফাজতকারী,

তারা থাকবে দোযখে অনন্তকাল ধরি।

নবীর (সঃ) আহবানে দিয়ে সাড়া, 

তোমায় মেনেছি রব। 

আমাদের গোনা, অসৎবৃত্তি মাফ করো সব।

হে মোদের রব! তোমার ওয়াদা পুরন করো।

লাঞ্চনার গর্তে ফেলো না মোদের কারো।

তুমি তো নও ওয়াদা খেলাপী, 

তুমি অসীম শক্তিশালী । "

জবাবে  বলেন রব, "আমি নই  কর্ম নষ্টকারী,

তোমরা পুরুষ হও বা নারী। 

যারা আমার জন্য দেশ ত্যাগী, করেছে কষ্ট, দিয়েছে প্রান, 

পরিকালে তাদের দিব আমি জান্নাতের ঘ্রান।"

হে নবী! আল্লাহর নাফরমান্দের চলাফেরায় পড়ো না ধোকায়

কয়েক দিনের জীবন শেষে, পড়িবে তারা জাহান্নামের থাবায়।

আমার ভীতুদের জন্য রয়েছে সেথায় জান্নাতের বাগান

থাকিবে চিরকাল, রয়েছে অফুরন্ত আপ্যায়নের সরঞ্জাম। 

আহলি কিতাবিদের যারা পুর্বাপর আল্লাহর আয়াতে ঈমানদার

রয়েছে তাদের জন্য আমার অফুরন্ত পুরস্কার। 

হে ঈমানদার গন! বাতিল পন্থীদের মোকাবেলায়,

হকের খেদমতে থাকো দৃঢ়, রাখো আল্লাহর ভয়, 

সব সময় জপো আল্লাহর নাম,

সবরের পথ কর অবলম্বন,  হইবে সফল্ কাম। 



কোন মন্তব্য নেই:

Feartured Post

Astagfirullah

  Astagfirullah

জনপ্রিয় পোস্ট