750+250+100+100+250+260
+900+180+1,000+200+175+100(
https://www.facebook.com/profile.php?id=100010740780892&mibextid=ZbWKwLKashem
বিসমিল্লাহির রহমানির রহিম, #গল্প , #কবিতা # কালেকশন বাই মো: জালাল উদ্দিন, বি,এসসি,(গণিত, পদার্থ বিদ্যা,রসায়ন বিদ্যা), বি,এড।ব্যাংকার।
750+250+100+100+250+260
+900+180+1,000+200+175+100(
https://www.facebook.com/profile.php?id=100010740780892&mibextid=ZbWKwLKashem
মেজাজটা তার কেমন ছিল প্রমান দিব আজ,
রাগের জ্বালায় গামছা ছিড়ল, পড়ল মাথায় বাজ।
মাছ পছাল, দু'ঘন্টা গড়াল, করল কত আড়ি,
মুখ খারাপে মার খেল, চলে গেল বাপের বাড়ি।
রাগ করে ভাত না খেয়ে দিন তার গেল,
তারপর ওষুদ খেয়ে, হস্পিটালে যেতে হল।
নিত্যদিনে ছেলে মারা, সংসারের সব কাজ করা
দু দুটো গ্লাস ভাংল, বুঝলাম না তার রাগ ঝাড়া।
গায়ে পানি ঢালা, ডিম ভাংগা চলছে এখনো
কবে তার রাগ যাবে, আল্লাহ জানে ভালো।
মৃত্যু নিশ্চিত জানি সবাই,
সব কিছু তাও কেন ভুলে যাই।
আল্লাহর সৃষ্টি মৃত্যু ও জীবন,
ভালো কাজের পুরস্কার আল্লাহ দিবেন।
জীবন দিলেন জীবন নিলেন,
পরকালে আবার ফিরিয়ে পাবেন।
ভালো মন্দের হিসাব হবার পর,
বেহেশত ও দোযখ হবে ঘর।
ভাই বন্ধু আত্নীয় স্বজন,
চলে যায় এক একজন।
বাবা-মা গেল, ভাই -বোন গেল,
জাকির রেজা মৃত্যুর স্বাদ তারাও পেল।
তোমার আমার ডাক আসবে যখন,
সব ফেলে যেতে হবে তখন।
বেহেশতে যদি যেতে চাই ভাই,
ভালো কাজের মজুদ গড় তাই।
সময়ের বিবর্তনে কত কিছু মনে পড়ে,
তুমি দুষিলে আমায়,আঘাত দিয়ে আমারে।
আমি বলেছি তোমায়, আমি ভুল করিনি হায়,
কে শোনে কার কথা, কথার বানে আমাকে ভাষায়।
আজ একটু বোঝানোর চেষ্টায় অনেক কথা,
অবশেষে আমার বোঝানোর চেষ্টা সব গেল বৃথা।
আমি বলেছি পরিকল্পনার কথা তুমি বোঝনি,
বলেছি ভাজা মাছটি শেয়ারে খাই তাও বোঝনি।
আমি মানসিক কষ্ট নিয়ে উপস্থিত, পালিয়েছ তুমি,
লজ্জা, ঘৃনায়,ক্ষুধামন্দায় ক্লান্ত,তবু্ও উপস্থিত আমি।
অবশেষে যখন আমি খুব ক্লান্ত, অসুস্থ মৃত প্রায়,
বুঝেছিলেন অই বুড়ো বাপ, আর কেউ ত নয়।
সে যাত্রায় মোর বেচে গেল প্রাণ অল্পের জন্য,
দোয়া রইল বাপের রুহে, আমার জীবন ধন্য।
কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করে।