মৃত্যু নিশ্চিত জানি সবাই,
সব কিছু তাও কেন ভুলে যাই।
আল্লাহর সৃষ্টি মৃত্যু ও জীবন,
ভালো কাজের পুরস্কার আল্লাহ দিবেন।
জীবন দিলেন জীবন নিলেন,
পরকালে আবার ফিরিয়ে পাবেন।
ভালো মন্দের হিসাব হবার পর,
বেহেশত ও দোযখ হবে ঘর।
ভাই বন্ধু আত্নীয় স্বজন,
চলে যায় এক একজন।
বাবা-মা গেল, ভাই -বোন গেল,
জাকির রেজা মৃত্যুর স্বাদ তারাও পেল।
তোমার আমার ডাক আসবে যখন,
সব ফেলে যেতে হবে তখন।
বেহেশতে যদি যেতে চাই ভাই,
ভালো কাজের মজুদ গড় তাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন