৩ মার্চ, ২০২৩

মৃত্যু (Death)

 মৃত্যু নিশ্চিত জানি সবাই,

সব কিছু তাও কেন ভুলে যাই।

আল্লাহর সৃষ্টি মৃত্যু ও জীবন, 

ভালো কাজের পুরস্কার আল্লাহ দিবেন।

জীবন দিলেন জীবন নিলেন,

পরকালে আবার ফিরিয়ে পাবেন।

ভালো মন্দের হিসাব হবার পর,

বেহেশত ও দোযখ হবে ঘর।

ভাই বন্ধু আত্নীয় স্বজন,

চলে যায় এক একজন।

 বাবা-মা গেল, ভাই -বোন গেল,

জাকির রেজা মৃত্যুর স্বাদ তারাও পেল।

তোমার আমার ডাক আসবে যখন,

সব ফেলে যেতে হবে তখন।

বেহেশতে যদি যেতে চাই ভাই,

ভালো কাজের মজুদ গড় তাই। 

কেন দুষিলে আমায়

 সময়ের বিবর্তনে কত কিছু মনে পড়ে,

তুমি দুষিলে আমায়,আঘাত দিয়ে আমারে।

আমি বলেছি তোমায়, আমি ভুল করিনি হায়,

কে শোনে কার কথা, কথার বানে আমাকে ভাষায়। 

আজ একটু বোঝানোর চেষ্টায় অনেক কথা,

অবশেষে আমার বোঝানোর চেষ্টা সব গেল বৃথা।

আমি বলেছি পরিকল্পনার কথা তুমি বোঝনি,

বলেছি ভাজা মাছটি শেয়ারে খাই তাও বোঝনি।

আমি মানসিক কষ্ট নিয়ে উপস্থিত, পালিয়েছ তুমি, 

লজ্জা, ঘৃনায়,ক্ষুধামন্দায় ক্লান্ত,তবু্ও উপস্থিত আমি। 

অবশেষে যখন আমি খুব ক্লান্ত, অসুস্থ মৃত প্রায়, 

বুঝেছিলেন অই বুড়ো বাপ, আর কেউ ত নয়।

সে যাত্রায় মোর বেচে গেল প্রাণ অল্পের জন্য,

দোয়া রইল বাপের রুহে,  আমার জীবন ধন্য।

২৫ ফেব, ২০২৩

Frogen Shoulder Exercise

 ফ্রোজেন সোল্ডার বা কাধের ব্যথার ব্যায়াম। 

২নং ব্যায়াম


১নং ব্যায়াম 

১৪ ফেব, ২০২৩

Medical Documents of Md Jalal Uddin

 Medical documents of Md Jalal Uddin

 Blood pressure :

21/06/2023. 157/92

19/06/2023  100/70

08/06/2023  140/90

11/05/2023  125/75

04/05/2023  127/64

20/02/2023  120/80

15/01/2023. 180/100

08/01/2022. 143/86

11/11/2021. 145/90


 

Images 


 









































Feartured Post

কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করে।

  কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করে।

জনপ্রিয় পোস্ট