৯ মার্চ, ২০২৪

বালিয়াকান্দি মাদ্রাসা





পটাসিয়াম শেষ কক্ষপথের ইলেকট্রন ৩য় অরবিটালে না গিয়ে ৪ এস এ যায় কেন?

 K(19): 1s2 2s2 2p6 3s2 3p6 4s1

এখানে, আমরা জানি কোনো কক্ষপথে কতটি ইলেক্ট্রন অবস্থান করবে, তার সূত্র হলো 2(n^2)=2×(কক্ষপথ)^2 সে অনুযায়ী, ৩ নং কক্ষপথে মোট 2×(3)^2=18 টি ইলেকট্রন প্রবেশ করতে পারবে। ৩য় কক্ষপথের শক্তিস্তর ৩টি 3s, 3p, 3d। আমরা জানি, শক্তিস্তর বা অরবিটালের শক্তির পরিমাণ রয়েছে, অর্থাৎ s অরবিটালে s=0, p অরবিটালে p=1, d অরবিটালে d=3. পটাসিয়ামের ক্ষেত্রে ৩য় কক্ষপথে p অরবিটালে ইলেক্ট্রন প্রবেশ করার পর, d অরবিটালে ইলেক্ট্রন প্রবেশ করতে পারে না, কারণ, তাতে স্থিতিশীলতা পাওয়া যায় না, যেহেতু 3d=3+2=5, এক্ষেত্রে 3d এর তুলনায় 4s এর শক্তিমাত্রা কম। 4s=4+0=4. অতএব, 3d এর শক্তিমাত্রা 4s এর তুলনায় বেশি। তাই, ইলেকট্রন আগে কম মাত্রার শক্তিস্তরে প্রবেশ করে, তাই K(19) ও Ca(20) এর পারমানবিক সংখ্যার বিন্যাসে ৩য় কক্ষপথের d অরবিটালে ইলেক্ট্রন না গিয়ে ৪র্থ কক্ষপথের s অরবিটালে প্রবেশ করতে দেখা যায়। [Ca(20):1s2 2s2 2p6 3s2 3p6 4s2] সম্পূর্ণটাই শক্তিমাত্রার কম থেকে বেশির দিকে প্রবেশ করার বিষয়।

১৬ আগ, ২০২৩

নামঃ মোঃ দেলোয়ার হোসাইন সাঈদী

 ★নামঃ মোঃ দেলোয়ার হোসাইন সাঈদী।

★পিতাঃ মোঃ ইউসুফ সাঈদী।

★মাতাঃ মোছাঃ গুলনাহার বেগম। 

★জন্মঃ ২ রা ফেব্রুয়ারী ১৯৪০।

★জেলাঃ পিরোজপুর 

★সন্তানঃ রাফিক বিন সাঈদী,মাসুদ বিন সাঈদী, সামিম বিন সাঈদী, নাসিম বিন সাঈদী।

★সংসদ সদস্যঃ ১৯৯৬ সাল থেকে ২০০৬ পর্যন্ত টানা ২ বার।

★ দায়ী ইলাল্লহ আত্মনিয়োগঃ ১৯৬৭

তাফসির মাহফিল-

★ চট্টগ্রামঃ চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড মাঠে প্রতিবছর ৫ দিন করে  একটানা ২৯ বছর।

★খুলনাঃ খুলনা সার্কিট হাউজ মাঠে প্রতিবছর ২ দিন করে  একটানা ৩৮ বছর।

★ সিলেটঃ সিলেট সরকারি আলিয়া মাদরাসা  মাঠে প্রতিবছর ৩ দিন করে  একটানা ৩৩ বছর।

★ রাজশাহীঃ সরকারি মাদরাসা মাঠে প্রতিবছর ৩ দিন করে  একটানা ৩৫ বছর।

★বগুড়াঃ বগুড়া ২ দিন করে একটানা ২৫ বছর।

★ ঢাকাঃ ঢাকা কমলাপুর রেলস্টেশনে মাঠে প্রতিবছর ৩ দিন করে ৩৪ বছর। 

★ কুমিল্লাঃ ৩ দিন করে একটানা ৩১ বছর। 

আন্তর্জাতিক পরিমন্ডলে তার ইসলাম প্রচারে অবদান অতুলনীয়। 

★গ্রন্থ রচনাঃ মোট ৭৫ টি।

★১৯৯০ থেকে ২০০৮ সাল পর্যন্ত রমজান মাসে মক্কা মদিনায় অবস্থান করা তা রুটিনে অন্তর্ভুক্ত। 

★ আল্লামা খেতাবঃ ১৯৯১ সালে ইসলামি সার্কেল অফ নর্থ আমেরিকা তাকে "আল্লামা" খেতাব প্রদান করে।

★ কারাবরণঃ ২৮ জুন ২০১০.

★ ইন্তেকালঃ ১৪ আগস্ট ২০২৩ ইং সোমবার। 

★★ ২১ বছর শিক্ষানবিশ কাল ৫০ বছর কোরআনের খেতমত ১৩ বছর জালিমের কারাগারে মোট ৮৪ বছর এভাবেই কাটিয়েছেন এই মহান শহিদ- আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী।

হে আল্লাহ তায়ালা -

কোরআনের এই পাখিকে  জান্নাতুল ফেরদৌসের পাখি হিসেবে কবুল করুন- আমিন।

https://www.facebook.com/groups/azharifanclubofficial/permalink/3699529066948198/?mibextid=Nif5oz

-------------

Sukhranjan bali

https://www.facebook.com/100081864229099/posts/pfbid05jYGGZFHuXqajBB16UoLEdw7LZGiWaA3cW3LirzVrfBKjVtCWfGa3rzBSK8ww3Sol/?mibextid=Nif5oz

১৭ জুল, ২০২৩

Feartured Post

কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করে।

  কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করে।

জনপ্রিয় পোস্ট