১৬ আগ, ২০২৩

নামঃ মোঃ দেলোয়ার হোসাইন সাঈদী

 ★নামঃ মোঃ দেলোয়ার হোসাইন সাঈদী।

★পিতাঃ মোঃ ইউসুফ সাঈদী।

★মাতাঃ মোছাঃ গুলনাহার বেগম। 

★জন্মঃ ২ রা ফেব্রুয়ারী ১৯৪০।

★জেলাঃ পিরোজপুর 

★সন্তানঃ রাফিক বিন সাঈদী,মাসুদ বিন সাঈদী, সামিম বিন সাঈদী, নাসিম বিন সাঈদী।

★সংসদ সদস্যঃ ১৯৯৬ সাল থেকে ২০০৬ পর্যন্ত টানা ২ বার।

★ দায়ী ইলাল্লহ আত্মনিয়োগঃ ১৯৬৭

তাফসির মাহফিল-

★ চট্টগ্রামঃ চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড মাঠে প্রতিবছর ৫ দিন করে  একটানা ২৯ বছর।

★খুলনাঃ খুলনা সার্কিট হাউজ মাঠে প্রতিবছর ২ দিন করে  একটানা ৩৮ বছর।

★ সিলেটঃ সিলেট সরকারি আলিয়া মাদরাসা  মাঠে প্রতিবছর ৩ দিন করে  একটানা ৩৩ বছর।

★ রাজশাহীঃ সরকারি মাদরাসা মাঠে প্রতিবছর ৩ দিন করে  একটানা ৩৫ বছর।

★বগুড়াঃ বগুড়া ২ দিন করে একটানা ২৫ বছর।

★ ঢাকাঃ ঢাকা কমলাপুর রেলস্টেশনে মাঠে প্রতিবছর ৩ দিন করে ৩৪ বছর। 

★ কুমিল্লাঃ ৩ দিন করে একটানা ৩১ বছর। 

আন্তর্জাতিক পরিমন্ডলে তার ইসলাম প্রচারে অবদান অতুলনীয়। 

★গ্রন্থ রচনাঃ মোট ৭৫ টি।

★১৯৯০ থেকে ২০০৮ সাল পর্যন্ত রমজান মাসে মক্কা মদিনায় অবস্থান করা তা রুটিনে অন্তর্ভুক্ত। 

★ আল্লামা খেতাবঃ ১৯৯১ সালে ইসলামি সার্কেল অফ নর্থ আমেরিকা তাকে "আল্লামা" খেতাব প্রদান করে।

★ কারাবরণঃ ২৮ জুন ২০১০.

★ ইন্তেকালঃ ১৪ আগস্ট ২০২৩ ইং সোমবার। 

★★ ২১ বছর শিক্ষানবিশ কাল ৫০ বছর কোরআনের খেতমত ১৩ বছর জালিমের কারাগারে মোট ৮৪ বছর এভাবেই কাটিয়েছেন এই মহান শহিদ- আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী।

হে আল্লাহ তায়ালা -

কোরআনের এই পাখিকে  জান্নাতুল ফেরদৌসের পাখি হিসেবে কবুল করুন- আমিন।

https://www.facebook.com/groups/azharifanclubofficial/permalink/3699529066948198/?mibextid=Nif5oz

-------------

Sukhranjan bali

https://www.facebook.com/100081864229099/posts/pfbid05jYGGZFHuXqajBB16UoLEdw7LZGiWaA3cW3LirzVrfBKjVtCWfGa3rzBSK8ww3Sol/?mibextid=Nif5oz

১৭ জুল, ২০২৩

২৪ মে, ২০২৩

মেজাজ মাশুল

 মেজাজটা তার কেমন ছিল প্রমান দিব আজ,

রাগের জ্বালায় গামছা ছিড়ল, পড়ল মাথায় বাজ।

মাছ পছাল, দু'ঘন্টা গড়াল, করল কত আড়ি,

মুখ খারাপে মার খেল, চলে গেল বাপের বাড়ি।


রাগ করে ভাত না খেয়ে দিন তার গেল, 

তারপর ওষুদ খেয়ে, হস্পিটালে যেতে হল।

নিত্যদিনে ছেলে মারা, সংসারের সব কাজ করা

দু দুটো গ্লাস ভাংল, বুঝলাম না তার রাগ ঝাড়া।

গায়ে পানি ঢালা,  ডিম ভাংগা চলছে এখনো 

কবে তার রাগ যাবে, আল্লাহ জানে ভালো। 





১ মে, ২০২৩

Izhaan Abdullah

 ইজহান আব্দুল্লাহ আমার নাতি 

ফুটফুটে তার মুখটা অতি,

দেখে আমার প্রাণ ভরে যায়

আল্লাহ তুমি  সুখে রেখো তায়।






৩ মার্চ, ২০২৩

মৃত্যু (Death)

 মৃত্যু নিশ্চিত জানি সবাই,

সব কিছু তাও কেন ভুলে যাই।

আল্লাহর সৃষ্টি মৃত্যু ও জীবন, 

ভালো কাজের পুরস্কার আল্লাহ দিবেন।

জীবন দিলেন জীবন নিলেন,

পরকালে আবার ফিরিয়ে পাবেন।

ভালো মন্দের হিসাব হবার পর,

বেহেশত ও দোযখ হবে ঘর।

ভাই বন্ধু আত্নীয় স্বজন,

চলে যায় এক একজন।

 বাবা-মা গেল, ভাই -বোন গেল,

জাকির রেজা মৃত্যুর স্বাদ তারাও পেল।

তোমার আমার ডাক আসবে যখন,

সব ফেলে যেতে হবে তখন।

বেহেশতে যদি যেতে চাই ভাই,

ভালো কাজের মজুদ গড় তাই। 

কেন দুষিলে আমায়

 সময়ের বিবর্তনে কত কিছু মনে পড়ে,

তুমি দুষিলে আমায়,আঘাত দিয়ে আমারে।

আমি বলেছি তোমায়, আমি ভুল করিনি হায়,

কে শোনে কার কথা, কথার বানে আমাকে ভাষায়। 

আজ একটু বোঝানোর চেষ্টায় অনেক কথা,

অবশেষে আমার বোঝানোর চেষ্টা সব গেল বৃথা।

আমি বলেছি পরিকল্পনার কথা তুমি বোঝনি,

বলেছি ভাজা মাছটি শেয়ারে খাই তাও বোঝনি।

আমি মানসিক কষ্ট নিয়ে উপস্থিত, পালিয়েছ তুমি, 

লজ্জা, ঘৃনায়,ক্ষুধামন্দায় ক্লান্ত,তবু্ও উপস্থিত আমি। 

অবশেষে যখন আমি খুব ক্লান্ত, অসুস্থ মৃত প্রায়, 

বুঝেছিলেন অই বুড়ো বাপ, আর কেউ ত নয়।

সে যাত্রায় মোর বেচে গেল প্রাণ অল্পের জন্য,

দোয়া রইল বাপের রুহে,  আমার জীবন ধন্য।

Feartured Post

কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করে।

  কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করে।

জনপ্রিয় পোস্ট