১৬ অক্টো, ২০২০

প্রতিশ্রুতি-কবিতা

লেখক- বেরসিক ১৯৮৪-৮৫

হে মহান স্বাধীনতা, তুমি বহু যুগের সাধনা,
শত মা-বোনের অশ্রুসিক্ত, বাষ্পাপ্লুত হ্রদয়ের বাসনা। 

শত শহিদের রক্তে রাঙ্গিয়ে, উড়ায়ে রঙ্গিন পতাকা,
মুক্ত করেছ পরাধীনতা, হে মহান স্বাধীনতা। 
তোমার শুভাগমনে, জাগিল মনে নতুন  উদ্দীপনা । 
শত সহস্র প্রতিজ্ঞা  মনে, অম্লান রাখিব তোমারে 
হে মহান স্বাধীনতা। 
 
See the source imageImage result for Bangladesh flag PNG

কোন মন্তব্য নেই:

Feartured Post

কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করে।

  কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করে।

জনপ্রিয় পোস্ট