১।আমার বিক্রি করা জমি রেজিষ্ট্রেশন করা জরুরি প্রয়োজন। বিলম্বের কারণে আমাকে ক্রেতাদের কাছে ক্ষমা চাইতে হবে।
২। মন্তাজ ভাই ১১ শতাংশ,
কুদ্দুছ ৫.৪০ +২ =৭.৪০,
ইব্রাহিম ২শতাংশ,
মনছুর ২শতাংশ ,
বড় ভাই ২+সুকুর আলী ১.৪০,
আশ্রাফ ৮.৮ শতাংশ ।
৩।মনছুর কুদ্দুছের কাছে ৫.৬ শতাংশ ,
ইব্রাহিম কুদ্দুছের কাছে ৫.৬ শতাংশ পাওনা।
বড় ভাই কুদ্দুসকে দেনা ৫.৬ শতাংশ,
বড় ভাই কে মুনছুর দিবে ১.৪০ শতাংশ,
বড় ভাই কে ইব্রাহিম দিবে ১.৪০ শতাংশ যা শুকুর আলীর দখলে আছে।৪। কে কোথায় কতটা জমি বিক্রি করেছে তা লিখতে হবে।
৫। কে কোথায় কতটা জমি কিনেছে তা লিখতে হবে।
৬। সকলকে পরকালের কথা মনে করাতে হবে।
৭। মনছুরের বাড়ি ৫ শতাংশ যা মনছুরের নামে। বড় ভাই বলছেন এটা সবাই ভাগ পাবে।তবে কুদ্দুছ কিনে দিলে তা কুদ্দছের।
৮। সরকার বাড়ি ৩৭ শতাংশ বাদে আমার মোট জমি ৫২.৫৩ শতাংশ।
অন্য ভাইদের ৫২.৫৩+৯.২৫=৬১.৭৮ শতাংশ (৩৭ শতাংশ চার ভাইয়ের নামে)।
৯। মনছুর ৮০০০/ টাকা পাবে,২০০০/২০০১ সালে নেওয়া। কয়েক বার দেওয়ার চেষ্টা করে ও দেওয়া হয় নাই ।
১০। বাড়ির জমির পরিবর্তে মাঠ দিবে কিনা, দিলে কি পরিমাণ দিবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন