১৬ নভে, ২০২৪

সংবিধান সংশোধন এ পরামর্শ

 সাধারণ মানুষের রচিত বিধানে ভুল থাকা বা সময়ের পরিবর্তনের সাথে প্রয়োজনীয়তার চাহিদা বাড়া বা কমা অসম্ভব কিছু নয়।

আল্লাহ এবং আল্লাহর রাসুলুল্লাহ সাঃ এর বিধান ১৪ শত বছর ধরে একই রকম আছে।

বরতমান সংবিধান সংশোধন এ সব বাধা উপেক্ষা করে দেশের চাহিদা অনুযায়ী সংশোধন করা দরকার। পাশাপাশি অল্প পরিমাণ যে পারিবারিক ইসলামি শরিয়া আইন আছে তা শক্তিশালী ও এর পরিধি কুরআন ও হাদিস অনুসরণ করে বাড়াতে হবে।যাতে যার যে আদালতে ভালো মনে করে সে আদালতের দারস্থ হতে পারে।চুরি,ডাকাতি, খুন,ধরষনের মত অপরাধ গুলোর বিচার ও শাস্তি তাড়াতাড়ি সমাধান হলে সমাজে শান্তি আস্তে পারে।

সংবিধানে থাকলেই হবে না, বাস্তবায়নের জন্য  সৎ মানুষ বানাতে হবে।

কোন মন্তব্য নেই:

Feartured Post

Astagfirullah

  Astagfirullah

জনপ্রিয় পোস্ট