আসসালামু আলাইকুম ওয়ারাহ মাতুল্লাহ
রেজা ভাইকে বিদায় জানাবার কান্না।
কত কথা আজ মনে পড়ে যায়
দীর্ঘ চাকুরী জীবনের ছায়ায় ।
কত বিদায় ,কত বদলী, কত জন যায় আসে,
এমন করিয়া মনের কিনারে কেউ না ভাসে।
হৃদয়ের কান্না চাপিব এখন কিভাবে?
যে দুনিয়া ও আখিরাত নিয়ে সব সময় ভাবে।
মনে সাহস যোগায় পরকালের তরে
হারাবার বেদনা,ভুলিতে পারিব না তারে।
ক্ষমা করিও হে প্রিয় বন্ধু আছে যত ভুল,
আজিকার বিদায়ের পর, তোমার জন্য থাকিব ব্যাকুল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন