১৬ ফেব, ২০২২

রেজা ভাইয়ের বদলী জনিত বিদায়



আসসালামু আলাইকুম ওয়ারাহ মাতুল্লাহ

রেজা ভাইকে বিদায় জানাবার কান্না।

কত কথা আজ মনে পড়ে যায়

দীর্ঘ চাকুরী জীবনের ছায়ায় ।

কত বিদায় ,কত বদলী, কত জন যায় আসে,

এমন করিয়া মনের কিনারে কেউ না ভাসে।

হৃদয়ের কান্না চাপিব এখন কিভাবে?

যে দুনিয়া ও আখিরাত নিয়ে সব সময় ভাবে।

মনে সাহস যোগায় পরকালের তরে

হারাবার বেদনা,ভুলিতে পারিব না তারে।

ক্ষমা করিও হে প্রিয় বন্ধু আছে যত ভুল,

আজিকার বিদায়ের পর, তোমার জন্য থাকিব ব্যাকুল।

Reza vaiyer biday

 


কোন মন্তব্য নেই:

Feartured Post

কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করে।

  কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করে।

জনপ্রিয় পোস্ট