১৬ জুল, ২০২১

ইতিবাচক চিন্তাভাবনা সফলতার চাবি

 "আল্লাহ মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন আমাদের কাজের পরীক্ষার জন্য । কে  ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে আল্লাহ তার হিসাব নিবেন,তিনি পরাক্রমশালী, তিনি ক্ষমাশীল। " -আল কুরআন, সুরা ৬৭- আল-মুলক,আয়াত ২।

আল্লাহ আমাদের যে সুন্দর জীবন দিয়েছেন তার সঠিক ব্যবহার করে আল্লাহর এই অতুলনীয় দানের আমানতদারী রক্ষা করতে হবে। সঠিক পথে চলে আল্লাহর আমানতের খেয়ানত থেকে যেমন রক্ষা পাওয়া যাবে, তেমনি নিজের ইহলোকিক ও পরলোকিক জীবন সুখের  হবে। তার জন্য নিচের কথাগুলো মনযোগ দিয়ে পড়ুন এবং নিয়ম মেনে চলুন। 

১। আমদেরকে ভালো কাজ করতে হবে যাতে আল্লাহর কাছে পরীক্ষায় হেরে না যাই। নিজের উপর বিশ্বাস রাখুন। বিশ্বাস করুন আপনি যা করছেন তা সঠিক। 

২।আল্লাহর নিকট প্রার্থনার শক্তি পরীক্ষা করুন। 

৩।শান্তিপূর্ণ মন শক্তি উৎপাদন করে। 

৪।নিজের সুখ নিজেই তৈরি করুন। 

৫।আকস্মিক ক্রোধ ও বিরক্তি থেকে বিরত থাকুন। 

৬।উদ্বিগ্ন হওয়া থেকে মুক্ত থাকুন। 

৭।ব্যক্তিগত সমস্যা কাগজে লিখে সমাধানের চেষ্টা করুন। 

৮।জীবনের শক্তি যখন অবসন্ন, মনে নতুন চিন্তা এবং সর্বশক্তিমান আল্লাহর ধ্যান করুন। 

৯।শক্তি লাভের জন্য শিথিল হওয়া প্রয়োজন।  নিশ্চিন্তে ঘুমান। 

১০। মানুষের ভালবাসা অর্জনের চেষ্টা করুন। মানুষের সাথে ভালো ব্যবহার করুন।

১১। "মনের ব্যথা" দূর করার জন্য শারীরিক পরিশ্রম করুন।  মনের কষ্ট কিছু লাভ হয় মস্তিষ্কের কিছু কোষ  পরিশ্রমে অংশ গ্রহন করে বলে । আল্লাহর সাহায্য কামনা করুন। বিশ্বাস করুন আল্লাহ পারেন না এমন কিছু নাই।

মদ জুয়া নয়, ভালো কাজ মানুষের মনে প্রশান্তি আনে। 

১২।"মঙ্গল কর কাজ " মুখমন্ডল উজ্জ্বল করে। আল কুরআনের সূরা ১০-ইউনুস এর ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন -

"যারা মংগলকর কাজ করে তাদের জন্য আছে মংগল এবং আরও অধিক। কালিমা ও হীনতা তাদের মুখমন্ডলকে আচ্ছন্ন করবে না। তারাই জান্নাতের অধিবাসী, সেথায় তারা স্থায়ী হবে। "

১৩। "মন্দ কাজ "  মনে হীনতা আচ্ছন্ন করে এবং মুখমন্ডল কালিমাযুক্ত করে।মঙ্গল কর কাজ কর মুখমন্ডল উজ্জ্বল হবে। আল কুরআনের সূরা১০- ইউনুস এর ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন -

"যারা মন্দ কাজ করে তাদের প্রতিফল স্বরূপ মন্দ এবং তাদেরকে হীনতা আচ্ছন্ন করে। আল্লাহ থেকে তাদের রক্ষা করার কেউ নাই। তাদের মুখমণ্ডল যেন রাতের অন্ধকারের আস্তরনে আচ্ছাদিত।  তারা অগ্নির অধিবাসী যেখানে তারা স্থায়ী হবে।"

১৪। আপনি সফল এবং সুখী হতে চান? 

সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা রাখুন। আপনি পরিশ্রম করবেন আর তার প্রতিদান দিবেন আল্লাহ। অতীতের ব্যর্থতাকে ভুলে যান, নতুনভাবে শুরু করুন, সমস্যাগুলো কাগজে লিখে সমাধানের চেষ্টা করুন। কাজে যে ফলাফল আসে তার জন্য আল্লাহর  কাছে প্রশংসা  করুন। 

 কর্মের পাশাপাশি ধর্ম পালনে মনোযোগী হন। ইনশাআল্লাহ সফলতা আসবে। মানসিক শান্তি আসবে। 





১৪ জুল, ২০২১

ইসলাম ধর্মের সবচেয়ে ভালো এবাদত

  আল্লাহর উপর ঈমান এনে তার হুকুম পালন করা, সৎ কাজ করা, ধৈরয ধারণ করা এবং সৎ কাজ ও ধৈরযের উপুদেশ দেওয়া। 

আল্লাহর প্রতি ঈমান আনার পর, আল্লাহর রাসুল,  ফেরেস্তা, আসমানি কিতাব এর উপর ঈমান এনে নামাজ, রোজা, হজ্জ, যাকাতের পর মানুষের সাথে ভালো ব্যবহার করাই হলো ইসলাম ধর্মের সবচেয়ে উত্তম ইবাদত। 



আল্লাহর ৯৯ নাম

উপ-মহাব্যবস্থাপক এর বিদায় উপলক্ষে বক্তব্য

 অদ্যকার বিদায়ী সভার সভাপতি মাননীয় আগত উপ-মহাব্যবস্থাপক, উপস্থিত  বিদায়ী উপমহাব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক এবং আমার শ্রদ্ধেয় ও প্রাণপ্রিয় কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ । 

অদ্যকার বিদায়ী  উপ-মহাব্যবস্থাপকের বদলী জনিত কারণে আমাদের মাঝ থেকে তার নতুন কর্মস্থলে যাবেন। আমাদের সাথে দীর্ঘদিন কাজ করেছেন নিরলস ও দক্ষতার সাথে। তার কাজের প্রতি আগ্রহ গুছিয়ে কাজ করার এবং প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতার ঘাটতি ছিল না। তার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরে আমি গর্বিত। বিদায়ী স্যার কে স্মরণ করিয়ে দিতে চাই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এবং মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। কাজে ও কর্মে আমরা কে উত্তম যার বিচার-বিশ্লেষণ তিনি কেয়ামতের দিনে করবেন এবং পুরস্কার দিবেন। আল্লাহ ওয়াদার খেলাফ করেন না। 
আমাদের নিয়োগকৃত  কর্তৃপক্ষ ভালো কাজই চান। যদিও সব মন্দ কাজ গুলো কর্তৃপক্ষ দেখতে পান না কিন্তু আল্লাহ দেখতে পান।
 বিদায়ী স্যারের প্রতি ছোট্ট একটা অনুরোধ- কখনো হতাশ হবেন না। আল্লাহর রহমত থেকে কাফের- মুনাফিক ছাড়া কেউ হতাশ হয় না। 
পরিশেষে বলব, দীর্ঘ কর্মজীবনে ম্যাডামকে  কোন প্রকার কষ্ট দিলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং নতুন কর্মস্থলে এবং পারিবারিক জীবনে সুন্দর ও সুস্থ কর্মময় সময় কাটুক আল্লাহর কাছে এই দোয়া করি। দুনিয়া ও আখেরাতের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।  
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। 


Feartured Post

কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করে।

  কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করে।

জনপ্রিয় পোস্ট