২৪ মে, ২০২৩

মেজাজ মাশুল

 মেজাজটা তার কেমন ছিল প্রমান দিব আজ,

রাগের জ্বালায় গামছা ছিড়ল, পড়ল মাথায় বাজ।

মাছ পছাল, দু'ঘন্টা গড়াল, করল কত আড়ি,

মুখ খারাপে মার খেল, চলে গেল বাপের বাড়ি।


রাগ করে ভাত না খেয়ে দিন তার গেল, 

তারপর ওষুদ খেয়ে, হস্পিটালে যেতে হল।

নিত্যদিনে ছেলে মারা, সংসারের সব কাজ করা

দু দুটো গ্লাস ভাংল, বুঝলাম না তার রাগ ঝাড়া।

গায়ে পানি ঢালা,  ডিম ভাংগা চলছে এখনো 

কবে তার রাগ যাবে, আল্লাহ জানে ভালো। 






১ মে, ২০২৩

Izhaan Abdullah

 ইজহান আব্দুল্লাহ আমার নাতি 

ফুটফুটে তার মুখটা অতি,

দেখে আমার প্রাণ ভরে যায়

আল্লাহ তুমি  সুখে রেখো তায়।






জনপ্রিয় পোস্ট