প্রশ্ন ঃ- ছোট ছেলে ২০২৩ সাল হতে কোথায় পড়াশোনা করবে?
সমস্যা ঃ-
১। করনার কারণে গত দু বছর স্কুলে পড়াশোনা না হওয়ায় পিছিয়ে পড়েছে ক্লাসে। আগামী পরীক্ষায় ভালো করতে পারবে কিনা?
২। বাবা চাকুরী হতে অবসরে গেছেন।ঢাকায় থাকতে ভালো লাগছে না।
৩।মা আগের মতো স্কুলে /কোচিং এ সাথে যায়না।
৪।বাবাও সাথে যায় না।
৫।বড় ছেলের কাছে থেকে পড়ার অনেক সমস্যা।
৬। মেঝো ছেলে/ছেলের বউ চাকুরী করে সময় দিতে পারে না।
৭। উপজেলার স্কুলে পড়াশোনা হবে কি-না।
৮। গ্রামের বাড়িতে ঘর তালা দেওয়া থাকে।
৯।গ্রামের এলাকায় বখাটে ছেলেদের উৎপাত বেড়েছে।
সমাধান ঃ-
১। জেলা স্কুলে ভর্তি করার চেষ্টা করা যেতে পারে। তাও আবার বাসা নিতে হবে।
২। উপজেলায় ভর্তি করে এক্সট্রা কেয়ার নেয়া যেতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন