আত্নীয়দের মধ্যে যত শ্রেষ্ঠ আমার মা,
মায়ের স্মৃতি কখনো যে ভুলতে পারিনা।
অতীত স্মৃতি মনে করে, হৃদয়ে মোর কাপন ধরে,
মা যে আমার কষ্ট করে তুলে রাখত খাবার ভরে,
স্কুল থেকে ঘরে ফিরে, ছেলে আমার খাবে কিরে?
আরো আগের কথা তো আর বলার মত নয়,
বয়স আমার দশ কি বারো মারা গেলেন বাবায়!
আটটি মোরা ভাইবোনে,
কষ্ট দিয়ে মায়ের মনে,
ক্ষেতের কাজ ফেলে রেখে,
স্কুলফিরে খেলতে গেছি মাঠে।
তিনটি আমার ভাই বোন, চলে গেল পরপারে!
মায়ের কত দুঃখ মনে, গড় গড়িয়ে অশ্রু ঝরে!
এখনকার সব মেয়েদের মত,
ক্লান্ত হতে দেখিনি তো।
এমন আমার শ্রেষ্ঠ 'মা' যে
চলে গেলেন ২০২০ ২২ শে মে।
আল্লাহ আমার মা-বাবারে,
সুখে রেখ কবরে।