৫ নভে, ২০২০

‌মোরা অজ্ঞ আল্লাহ সর্বজ্ঞ- ক‌বিতা (সুরা ইয়াসিন ৫৩-৮৩)

‌লেখক ~ Admin
(আল কুরআন, সুরা ইয়া‌ছিন -৫৩ হ‌তে ৮৩ অবলম্ব‌নে)

শুরু আল্লাহর নামে। 
ভরপুর যিনি রহিম রহমান‌ে। 

কেয়ামত আল্লাহর হুকুম, শুধু একটি ভীষন শব্দ,
 তার সামনে করবেন হাজির, করবেন সব কিছু জব্দ। 
 অবিচার  হবে নাকো প্রতিফল দিনে,
আনন্দে থাকিবে স্ত্রীসহ বেহেশতী গণে। 
ফলমূল যা চাহিবে সবই তারা পাবে,
আল্লাহর পক্ষ হতে " সালাম" বলা হবে। 

বলা হবে ,"পাপিরা আজ পৃথক হয়ে যাও",
 দোযখের শাস্তি ভোগ করে নাও। 
নিষিদ্ধ শয়তানের ইবাদত‌ে ছিলে মশগুল,
 আল্লাহর ইবাদত ছেড়ে করেছ ভুল।
এই সে জাহান্নাম যাতে কাফেরেরা ছিল  অন্ধ,
হাত-পা সাক্ষী দিবে,তোমার বিরুদ্ধে মুখ থাকবে বন্ধ ।

আল্লাহ দিয়েছেন দৃষ্টিশক্তি পঞ্চেন্দ্রিয় চলার মত পা ,
দীর্ঘজীবী ,বৃদ্ধ করে বুঝিয়ে‌ছেন তার কত ক্ষমতা! 
কোরআন কবিতা নয় ,আল্লাহর উপদেশ বাণী,
বিশ্বাসীদের ভয় প্রদর্শন ,অবিশ্বাসীদের শাস্তি জা‌নি ।
রবের সৃষ্টির কতক বাহন ,কতক খাবার,
 উপকার পেয়েও এ জাতি অকৃতজ্ঞ হল আবার। 
যাদের‌ে উপাস্য ধরেছ আল্লাহ ছাড়া,
 জাহান্নামে কিছুই করিতে পারিবে না তারা ।

আল্লাহ সৃ‌জিয়াছ‌েন মানুষ শুক্রবিন্দু হতে,
 তর্ক করে বলে, "পঁচিলে অস্থিতে  প্রাণ দিবে কে?" 
যিনি প্রথমবার সৃজিয়া‌ছেন, তি‌নিই  দিবেন প্রাণ,
যিনি সবুজ বৃক্ষ হতে অগ্নি করেন উৎপাদন  ।
যিনি আকাশ পৃথিবী করেছেন সৃজন,
 তিনি অনুরুপ সৃষ্টিতে কি নহে সক্ষম ? 
তিনি "হও" বললে হয়ে যায়, মোরা অজ্ঞ, 
ফিরতে হবে তারই কাছে, তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ। 

 
 

কোন মন্তব্য নেই:

Feartured Post

Astagfirullah

  Astagfirullah

জনপ্রিয় পোস্ট