১ নভে, ২০২০

অতুলনীয় সৃষ্ট‌ি - ক‌বিতা (সুরা ইয়াসিন ৩৩-৫০)

‌লেখক ~ বের‌সিক
(আল্ কুআন,সুরা ইয়াছ‌নি ৩৩ হ‌তে ৫০ অবলম্ব‌নে)


বিসমিল্লাহির  রাহমানির রাহিম ।
মৃত ভূমি জীবিত করেন শস্য ফলান মহামহিম ।
খেজুর - আঙ্গুর বাগানে ফলান দিয়ে পানির স্রোতে,
মনের সুখে খাও সেসব, তৈরী কি করেছ কি তোমাদের হাতে ?
উদ্ভিদ ,মানুষ ,আরো কত কী তৈরি করেছেন জোড়া,
চন্দ্র ,সূর্য ,গ্রহ নক্ষত্রের কক্ষপথ করেছেন খাড়া।
দিবারাত্রি মোদের লাগি বিশ্রামেরই ত‌রে,
দূর-দূরান্তে যেতে পারি যানবাহনে চড়ে ।
নৌযানে ঝড়ের কবলে ডাকি তারে বারে বারে ,
ভুলে যায় সেই স্রষ্টার, বিপদমুক্ত হলে পরে ।
 দুনিয়া আখিরাতের শাস্তির কর ভয় ,
উপদেশ আসলে মানুষ কেন এমন বিমুখ হয় ।
দানের কথা আসলে পরে ,কেন দিব ?কাফের বলে,
আল্লাহ তোমায় অর্থ দিলে, দানে তোমার মুক্তি মেলে ।
ওরা বলে ,কেয়ামতের অঙ্গীকার কখন পূর্ণ হবে ?
ভীষন গর্জন আসবে যবে ,পরিবারে ফেরার সময় নাহি পাবে ।

কোন মন্তব্য নেই:

Feartured Post

অগ্রনী ব্যাংক লিমিটেড, কুরমিটোলা শাখা।

  আর্মি পেনশনের পুরাতন ডকুমেন্টস তল্লাশী এপ্রিল ২৫, ২০১৫

জনপ্রিয় পোস্ট