২২ নভে, ২০২৪

বাড়ির জমির সমস্যা ও সমাধানের উপায়।

  



১।আমার বিক্রি করা জমি রেজিষ্ট্রেশন করা জরুরি প্রয়োজন। বিলম্বের কারণে আমাকে ক্রেতাদের কাছে ক্ষমা চাইতে হবে।

২। মন্তাজ ভাই ১১ শতাংশ, 

কুদ্দুছ ৫.৪০ +২ =৭.৪০,

ইব্রাহিম ২শতাংশ, 

মনছুর ২শতাংশ , 

বড় ভাই ২+সুকুর আলী ১.৪০, 

আশ্রাফ ৮.৮ শতাংশ ।

৩।মনছুর কুদ্দুছের কাছে ৫.৬ শতাংশ ,

 ইব্রাহিম কুদ্দুছের কাছে ৫.৬ শতাংশ  পাওনা। 

বড় ভাই কুদ্দুসকে দেনা ৫.৬ শতাংশ, 

বড় ভাই কে মুনছুর দিবে ১.৪০ শতাংশ, 

১৬ নভে, ২০২৪

সংবিধান সংশোধন এ পরামর্শ

 সাধারণ মানুষের রচিত বিধানে ভুল থাকা বা সময়ের পরিবর্তনের সাথে প্রয়োজনীয়তার চাহিদা বাড়া বা কমা অসম্ভব কিছু নয়।

আল্লাহ এবং আল্লাহর রাসুলুল্লাহ সাঃ এর বিধান ১৪ শত বছর ধরে একই রকম আছে।

বরতমান সংবিধান সংশোধন এ সব বাধা উপেক্ষা করে দেশের চাহিদা অনুযায়ী সংশোধন করা দরকার। পাশাপাশি অল্প পরিমাণ যে পারিবারিক ইসলামি শরিয়া আইন আছে তা শক্তিশালী ও এর পরিধি কুরআন ও হাদিস অনুসরণ করে বাড়াতে হবে।যাতে যার যে আদালতে ভালো মনে করে সে আদালতের দারস্থ হতে পারে।চুরি,ডাকাতি, খুন,ধরষনের মত অপরাধ গুলোর বিচার ও শাস্তি তাড়াতাড়ি সমাধান হলে সমাজে শান্তি আস্তে পারে।

সংবিধানে থাকলেই হবে না, বাস্তবায়নের জন্য  সৎ মানুষ বানাতে হবে।

Feartured Post

কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করে।

  কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করে।

জনপ্রিয় পোস্ট