২০ এপ্রি, ২০২২

সুখী সংসার

সংসার তো নয় খেলা ঘর, 

যেমন খুশি তেমন কর।

নানা মনের মানুষ মিলে,

 সুখের সংসার গড়তে হলে,

ছাড় দিতে হয় মান- মর্যাদার ,

তবেই হবে সুখের সংসার।

সবার উচিৎ খেয়াল রাখা

 মা-বাবার সুখে থাকা। 

আল্লাহ্‌ বলেন, তোমরা যেন ,

এমন কথা বলনা হেন,

যদি লাগে বাবা-মায়ের মনে কষ্ট ,

 জীবন হবে তোমাদের নষ্ট ।

সংসার এমন ঠুনকো নয়,

দুই এক কথায় নষ্ট হয়।

হাজার বার  তাই ভাবতে হবে,

তবেই সুখের সংসার রবে।



 

কোন মন্তব্য নেই:

Feartured Post

কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করে।

  কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করে।

জনপ্রিয় পোস্ট